5 July 2024
চুলে রং করার পর এভাবে যত্ন নিন, চুল হবে সিল্কি
credit: istock
TV9 Bangla
ঘন, কালো চুলের পাশাপাশি আজকাল চুল রং করে নজর কাড়ার প্রবণতা বেড়েছে। মেয়েদের পাশাপাশি ছেলেদের মধ্যেও এই প্রবণতা দেখা যায়।
চুলে বিভিন্ন রং করতে অনেকেই পার্লারে যান। তবে কেউ-কেউ বাড়িতেই রং-ব্রাশ কিনে এনে পরীক্ষা-নিরীক্ষা করেন।
চুলে যে রং দেওয়া হয়, সেগুলিতে অনেক রাসায়নিক থাকে। ফলে চুল শুষ্ক ও নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই চুলে রং করার পর বিশেষ যত্ন নেওয়া জরুরি।
চুলে রং করার পর অনেক ক্ষতিকারক রায়ায়নিক চুলের সংস্পর্শে আসে। তাই চুল রং করার পর সালফেট-মুক্ত শ্যাম্পু ব্যবহার করুন।
সাধারণ শ্যাম্পুতেৃ রাসায়নিক থাকে, সেগুলিও চুলের ক্ষতি করতে পারে। তাই চুল রং করার পর কো-ওয়াশিং কৌশলে চুল ধুতে পারেন। তারপর কন্ডিশনার দিয়ে ধুয়ে নিন।
চুল রং করার পর ডিপ কন্ডিশনিং মাস্ক ব্যবহার করুন। এটা চুল হাইড্রেটেড ও ময়েশ্চারাইজড রাখবে।
চুল রং করার পর ব্লো-ড্রায়ার ব্যবহার করবেন না। ব্লো-ড্রায়ারের তাপ চুলের আরও ক্ষতি করতে পারে। এছাড়া অন্য কোনও হিট-মেশিনও ব্যবহার করা উচিত নয়।
চুল রং করার পর যে শ্যাম্পু ব্যবহার করুন না কেন, অবশ্যই গরম জল দিয়ে ভাল করে চুল ধুয়ে নিন। তাহলে রঙে থাকা রাসায়নিক অনেকটা বেরিয়ে যাবে।
আরও পড়ুন