25 March 2024

ঘন চুল পেতে এক কাপ চা যথেষ্ট, কীভাবে লাগাবেন?

credit: istock

TV9 Bangla

চুলের ডগা নষ্ট হয়ে গিয়েছে? মাথায় চিরুনি দিলেই চুল উঠে আসছে। ঘরোয়া উপায়েই পাবেন মুক্তি।        

চুলে পুষ্টি জোগাতে খুব কার্যকরী চা। ব্ল্যাক টি হোক বা গ্রিন টি- চুল পড়া কমাতে ও চুলে পুষ্টি জোগাতে এক কাপ চা যথেষ্ট।        

চায়ের মধ্যে  বায়োঅ্যাক্টিভ যৌগ ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা প্রদাহ কমায় ও চুল পড়া কমাতে সাহায্য করে।        

চায়ের মধ্যে ভিটামিন ই, আয়রন-সহ নানা মিনারেলস রয়েছে, যা চুলের গোড়া মজবুত করতে ও ঘন চুল গঠনে সাহায্য করে।        

চায়ের মধ্যে বিভিন্ন ধরনের ক্যাফেইন রয়েছে। তাই লিকার চা স্ক্যাল্পে ম্যাসাজ করলে ফলিকল উদ্দীপিত হয় এবং নতুন চুল গজাতে সাহায্য করে।        

চুলের ডগা ভেঙে যাওয়া এবং চুল পড়াতে আটকাতে খুব কার্যকরী গ্রিন টি। নিয়মিত গ্রিন টি স্ক্যাল্পে ঘষলে উপকার পাবেন।        

চায়ের অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য খুশকি কমাতেও সাহায্য করে। তবে সরাসরি চা মাথায় লাগাবেন না।        

গ্রিন টি বা ব্ল্যাক টি বা চায়ের পাতা দিয়ে প্রথমে জল ফুটিয়ে নিন। তারপর জল ঠান্ডা করে ছেঁকে নিয়ে শ্যাম্পুর পর মাথায় লাগান। কিছুক্ষণ রেখে চুল ধুয়ে নিন।