12th June, 2025
মাথাভর্তি চুল চান? নারকেল তেলের সঙ্গে এই একটি জিনিস মেশান
TV9 Bangla
Credit - Freepik
কালো ভ্রমরের মতো, লম্বা, ঘন চুল সকলেই চান। নিজের এই ইচ্ছেপূরণের জন্য অনেকে চুলে বিভিন্ন দামি পন্য লাগান।
কখনও চুলে তেল মালিশ করেন, কখনও ডায়েটে বদল আনেন। মাঝে মাঝে বাজারের শ্যাম্পু তো মাঝে মাঝে ঘরোয়া প্রতিকারও কাজে লাগান।
এ বার এক ছোট্ট টোটকা কজে লাগিয়ে দেখতে পারেন। মাথায় নারকেল তেল মাখলে ঘন ও কালো চুল হয়। আর নারকেল তেলে একটি জিনিস মিশিয়ে দিলে আরও ভালো ফল মেলে।
নারকেল তেলে ভিটামিন-ই ক্যাপসুল মিশিয়ে দিলেই হবে চুলের জন্য কামাল। এই ভিটামিন-ই ক্যাপসুলে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে।
চুলের কোষের ক্ষতি আটকায় ভিটামিন-ই। চুলকে মজবুত করে। তাই নারকেল তেলে এই ভিটামিন মিশিয়ে দিলে চুলের শক্তি বজায় থাকে। গোড়া মজবুত হয়।
কীভাবে নারকেল তেলে মেশাবেন ভিটামিন-ই ক্যাপসুল? একটি বাটিতে নারকেল তেল নিন। তাতে একটু নারকেল তেল গরম করে ভিটামিন-ই ক্যাপসুল ভেঙে ভালো করে মেশান।
তা কীভাবে চুলে লাগাবেন? আঙুলের ডগায় এই তেলের মিশ্রণ নিয়ে চুলের গোড়ায় ভালো করে ম্যাসাজ করতে হবে। এই অবস্থায় ১ ঘন্টা রেখে দিন।
যাঁদের চুল শুষ্ক, তাঁরা এই মিশ্রণ সারা রাত লাগিয়ে রাখুন। সকালে ঘুম থেকে উঠে হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে পারেন। মিলবে ঘন, কালো ও লম্বা চুল।
আরও পড়ুন