প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার পালিত হয় ফাদার্স ডে। এবছর ১৫ জুন পড়েছে পিতৃ দিবস। এমন দিনে বাবাকে ভালোবাসা উজাড় করে দেন অনেকে।
বাবাকে ভালোবাসা বোঝানোর যদিও আলাদা কোনও দিন হয় না। তারপরও এই দিনটি অনেক ছেলেমেয়ে একটু বাবার সঙ্গে স্পেশাল সময় কাটাতে চান।
বাবার প্রতি ভালোবাসা জানানোর পাশাপাশি তাঁর মুখে চওড়া হাসি ফোটানোর জন্য হাতে তুলে দিতে পারেন একটি উপহার।
World's Best Dad লেখা একটি কফি মগ উপহার দিতে পারেন বাবাকে। সেটা কাস্টমাইজড হতে পারে আপনার ও আপনার বাবার ছবি দিয়ে।
আপনার বাবা যদি শৌখিন স্বভাবের মানুষ হন, তা হলে আপনি ফাদার্স ডে-তে বাবাকে একটি কাস্টমাইডজ পোট্রেট উপহার দিতে পারেন।
গ্যাজেট ফ্রেন্ডলি যদি হয় আপনার বাবা, তা হলে অল্প দামে ভালো ভালো ইয়ারপডস বা ব্লুটুথ ডিভাইস উপহার দিতে পারেন। আজকাল স্মার্টওয়াচের চল। সেটিও উপহার দিতে পারেন।
যদি আপনার বাবা স্বাস্থ্য সচেতন হন, তা হলে রেগুলার ব্লাড প্রেশার চেক করার জন্য ইলেকট্রনিক বিপি মাপার মেশিন উপহার দিতে পারেন।
বাবা লেখালেখি পছন্দ করলে, সুন্দর পেনের সেট দিতে পারেন। এ ছাড়া বাবা যদি চা বা কফি লাভার হন, তা হলে সুন্দর চা-কফির গিফ্ট সেট দিতে পারেন।