07 JUL 2025

ঘর পরিষ্কার করার পরও আরশোলা হচ্ছে? এটা কীসের লক্ষণ জানেন

Credits:, Getty Images

TV9 Bangla

ঘর অপরিচ্ছন্ন থাকলে আরশোলা হওয়া স্বাভাবিক। তবে অনেক সময় দেখা যায়, ঘর পরিষ্কার থাকা সত্ত্বেও আরশোলা হচ্ছে।

ঘরে আরশোলা থাকা খারাপ, কারণ এটি বিভিন্ন রোগ বয়ে আনে। তবে ঘরে ঘনঘন আরশোলা হওয়ার অর্থ কী জানেন?

বলা হয়, যদি ঘরে বা রান্নাঘরে খুব আরশোলা হয়, তবে বাস্তু দোষ থাকতে পারে।

আরশোলা থাকলে শরীর-স্বাস্থ্য প্রভাব পড়ে, অনেক রোগ ছড়ায়।

যদি বাস্তু মেনে রান্নাঘর তৈরি না হয়, তাহলে ঘরে আরশোলা হয়।

বাস্তুশাস্ত্রে বলা হয়, রান্নাঘর খোলামেলা তৈরি করতে হয়। যদি প্রাকৃতিক আলোর অভাব হয়, তাহলে ঘরে আরশোলা হয়।

ঘরে আরশোলা থাকার কারণ হল পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব। আরশোলা দূর করতে ঘর পরিষ্কার রাখা উচিত।

তবে অনেকে বিশ্বাস করেন যে আরশোলা থাকলে নেগেটিভ এনার্জি দূর হয়।