20 July 2024
চুল হবে লম্বা-ঘন, এগুলি মিশিয়ে মাথায় লাগান
credit: istock
TV9 Bangla
কালো, ঘন ও লম্বা চুল সাধারণত সব মহিলারাই পছন্দ। কিন্তু, আজকাল চুলে নানা শ্যাম্পু, সিরাম, ব্যবহার করেও মনের মতো চুল হয় না।
চুল কালো, লম্বা হওয়া দূরস্ত, বরং চুল পড়ার সমস্যা বেড়ে গিয়েছে। বর্ষাকালে এই সমস্যা বেড়ে যায়।
চুল দুর্বল হয়ে পড়া ছাড়াও মানসিক চাপ, অস্বাস্থ্যকর খাবার এবং ঘুমের অভাব চুল পড়ার, চুল ধূসর হয়ে যাওয়ার কারণ হতে পারে।
চুল পড়া কমাতে ও চুল সুন্দর করতে অনেকে অনেক হেয়ার ট্রিটমেন্ট করেন। তবে প্রাকৃতিক উপাদানে তৈরি তেল দিয়েই চুল সুন্দর করে তুলতে পারেন।
বাড়িতেই কারি পাতা,সর্ষের তেল, হিবিস্কাস ফুল ও পাতা এবং পেঁয়াজ দিয়ে বানিয়ে নিন প্রাকৃতিক হেয়ার অয়েল। কীভাবে এই তেল বানাবেন জেনে নিন।
সর্ষের তেল গরম করে তার মধ্যে কারি পাতা, হিবিস্কাস ফুল ও পাতা এবং পেঁয়াজ পেস্ট করে দিন। এটা আঁচে কিছুক্ষণ ফোটান।
তেলের রং পরিবর্তন হলে আঁচ থেকে নামিয়ে ঠান্ডা করুন। তারপর একটি কাচের বোতলে ভরুন এবং নিয়মিত মাথায় লাগান। কয়েকদিনেই উপকার পাবেন।
প্রাকৃতিক হেয়ার অয়েলের উপাদানগুলির কোনটিতে অ্যালার্জি থাকলে এই তেল মাথায় লাগাবেন না। তাহলে সমস্যা হতে পারে।
আরও পড়ুন