23 May 2024

গরমেও চুল থাকবে শাইনি, একটি উপাদানেই বাজিমাত!

credit: istock

TV9 Bangla

প্রচণ্ড গরম মানেই ত্বকের সঙ্গে চুলেরও দফারফা। রোদ আর প্যাচপ্যাচে ঘামে চুল হয়ে পড়ে প্রাণহীন। আর চুল প্রাণহীন হলে মুখের সৌন্দর্যও ম্লান হয়ে যায়।

প্রচণ্ড রোদে ত্বকে সান ট্যান পড়ার মতো চুলও ডিহাইড্রেটেড হয়ে পড়ে। তার ফলে চুল উঠতে শুরু করে। তাই চুলের বিশেষ যত্ন নেওয়া জরুরি।

কয়েকটি ঘরোয়া উপায়েই চুলের যত্ন নিতে পারেন। অ্যালোভেরার রস বা অ্যালোভেরা জেল দিয়ে ত্বকের মতো চুল হয়ে উঠবে সতেজ ও শাইনি।

অ্যালোভেরা জেলের সঙ্গে লেবুর রস মিশিয়ে হেয়ার স্ক্রাব বানাতে পারেন। অ্যালোভেরার অ্যান্টিব্যাক্টেরিয়াল ও লেবুর ভিটামিন-সি বৈশিষ্ট্য চুলের স্বাস্থ্যের উন্নতি ঘটায়।

প্রাকৃতিক কন্ডিশনার হল, অ্যালোভেরা। শ্যাম্পু করার পর অ্যালোভেরা পেস্ট চুলে লাগিয়ে ১০ মিনিট রাখুন। তারপর জল দিয়ে ধুয়ে নিন। চুল হবে সিল্কি ও শাইনি।

গরমে ময়লা ও ঘাম জমে খুশকির সমস্যা বাড়ে। খুশকি দূর করতেও দারুণ কার্যকরী প্রাকৃতিক কন্ডিশনার, অ্যালোভেরা পেস্ট।

অ্যালোভেরাকে প্রাকৃতিক ময়শ্চারাইজার বলা হয়। নিয়মিত অ্যালোভেরা পেস্ট চুলে লাগালে চুল ময়শ্চারাইজড থাকে। ফলে চুল দেখায় ঘন ও কালো।

অ্যালোভেরায় অ্যান্টিব্যাক্টেরিয়াল ও অ্যান্টিসেপ্টিক বৈশিষ্ট্য রয়েছে, যা চুল মজবুত করতে ও চুলের বৃদ্ধিতে সাহায্য করে। সপ্তাহে অন্তত দু-বার ঘরে তৈরি অ্যালোভেরা কন্ডিশনার চুলে লাগান।