8 June 2024

এই একটি ঘরোয়া উপাদানেই ত্বক থেকে চুল হবে শাইনি

credit: istock

TV9 Bangla

অনেকেই সুন্দর চুল পেতে পার্লারে যান। বিভিন্ন শ্যাম্পু, কন্ডিশনার লাগান। কিন্তু, তারপরেও সুন্দর চুল পান না।

সুন্দর চুল পেতে নিয়ম মেনে তেল, শ্যাম্পু, কন্ডিশনার লাগানো জরুরি। তবে রাসায়নিক পণ্যের বদলে প্রাকৃতিক উপাদান বেশি কার্যকরী।  

দাগমুক্ত ও উজ্জ্বল ত্বকের জন্য মুলতানি মাটির উপকারিতার কথা সকলের জানেন। কিন্তু, কেবল ত্বক নয়, হেল্থি চুলের জন্যও খুব কার্যকরী এটি।

লম্বা ও ঘন চুল পেতে মুলতানি মাটি নানাভাবে প্রয়োগ করতে পারেন। মুলতানি মাটির হেয়ার মাস্ক লাগাতে পারেন বা এটা দিয়ে শ্যাম্পুও করতে পারেন।

চুল তৈলাক্ত হলে ৪ চামচ মুলতানি মাটি, ২ চামচ টক দই এবং ১ চামচ লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করে মাথায় লাগান।

মুলতানি মাটির পেস্ট অন্তত ২০ মিনিট মাথায় লাগিয়ে রাখুন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।

খুশকি থেকে মুক্তি পেতেও মুলতানি মাটির সঙ্গে অ্যালোভেরা জেল ও লেবুর রস মিশিয়ে মাথায় লাগান। উপকার পাবেন।

চুল যদি রুক্ষ হয়, তাহলে ৪ চামচ মুলতানি মাটির সঙ্গে ১ চামচ টক দই ও মধু মিশিয়ে মাথায় লাগান। আধ ঘণ্টা রেখে হালকা গরম জলে চুল ধুয়ে ফেলুন। গ্লো দেবে চুল।