27 June 2024

বর্ষাতেও চুল থাকবে কোমল ও মজবুত, মেনে চলুন ৫ টিপস

credit: istock

TV9 Bangla

গরমে প্রচণ্ড রোদে-ঘামে চুলের খুব ক্ষতি হয়। তেমন বর্ষাতেও অনেকেরই অতিরিক্ত চুল ওঠে।

বর্ষায় বৃষ্টিতে চুল ভিজলে এবং ঠিকমতো শুকানোর সুযোগ না হলে চুলের গোড়া আলগা হয়ে যায়। ফলে চুল উঠতে শুরু করে।

বর্ষায় অনেকেরই চুল রুক্ষ, শুষ্ক হয়ে যায়। তাই এই সময়ে চুলের বিশেষ যত্ন জরুরি। এই টিপসগুলি মেনে চললেই চুল থাকবে মজবুত।

বৃষ্টির জল চুলের ক্ষতি করে। তাই বৃষ্টিতে চুল ভিজে গেলে শ্যাম্পু করে চুল ধুয়ে নেবেন।

বর্ষায় আর্দ্রতার মাত্রা বেশি থাকে। তার প্রভাব চুলেও পড়ে। চুল নিস্তেজ ও পলকা হয়ে পড়ে। তাই বাড়ির বাইরে বেরোনোর আগে অবশ্যই হেয়ার সিরাম লাগান।

হেয়ার মাস্ক চুলে পুষ্টি জোগাতে ও চুল সফ্ট করতে সাহায্য করে। তাই বর্ষায় অবশ্যই বাজার থেকে কিনে বা ঘরেই প্রাকৃতিক হেয়ার মাস্ক তৈরি করে চুলে লাগান।

চুলের স্বাস্থ্য ভাল রাখতে হেয়ার ম্যাসাজ জরুরি। তাই সপ্তাহে দু-বার ম্যাসাজ করুন। রক্ত সঞ্চালন ভাল হবে এবং চুলের স্বাস্থ্য ভাল থাকবে।

বর্ষায় বৃষ্টিতে ভিজে ও ধুলো-বালি লেগে চুলের ক্ষতি হতে পারে। তাই চুল খোলা রাখার পরিবর্তে যতটা সম্ভব বেঁধে রাখুন।