বৈষ্ণোদেবী যাত্রা আরও সহজ হল, চালু হেলিকপ্টার পরিষেবা
TV9 Bangla
জম্মু-কাশ্মীরের কাটরা জেলায় পাহাড়ের চূড়ায় অবস্থিত বৈষ্ণোদেবী মন্দির। বৈষ্ণোদেবী দর্শন করতে প্রতিদিন শয়ে-শয়ে পুণ্যার্থী যান।
হেঁটে অথবা ঘোড়ায় চড়েই অধিকাংশ পুণ্যার্থী বৈষ্ণোদেবী দর্শনে যান। হেলিকপ্টার পরিষেবা থাকলেও হেলিপ্যাড থেকে পুণ্যার্থীদের অনেকটা পথ হেঁটে যেতে হত।
পুণ্যার্থীদের সুবিধা দিতে এবার বিশেষ হেলিকপ্টার পরিষেবা চালু হল। ১৮ জুন থেকেই এই পরিষেবা চালু হল।
এতদিন হেলিকপ্টার পরিষেবা ছিল জম্মু থেকে সাঞ্জিছত পর্যন্ত। এবার মন্দিরের খুব কাছ পর্যন্ত হেলি-পরিষেবা চালু হল বলে জানিয়েছে বৈষ্ণোদেবী শ্রাইন বোর্ড।
এতদিন পুণ্যার্থীদের কাটরা হয়েই আসতে হত। তবে এবার আর কাটরা যেতে হবে না। সরাসরি জম্মু থেকে মন্দিরের কাছ পর্যন্ত হেলিকপ্টারে পৌঁছে যাবেন পুণ্যার্থীরা।
জম্মু থেকে এই হেলিকপ্টার পরিষেবা পেতে শ্রাইন বোর্ডের ওয়েবসাইট, https://online.maavaishnodevi.org/ -এর মাধ্যমে বুকিং করতে হবে।
হেলিকপ্টার পরিষেবার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে লগ-ইন করে সমস্ত বিবরণ দিয়ে অনলাইনে টিকিট কাটতে হবে। আপনার ইমেলে সরাসরি টিকিট চলে আসবে।
এই হেলিকপ্টারে একই দিনে দর্শন করে ফিরলে জনপ্রতি ভাড়া হবে ৩৫ হাজার টাকা। আর মন্দির চত্বরে রাত্রিযাপন করে দ্বিতীয় দিন ফিরলে ভাড়া জন প্রতি ৬০ হাজার টাকা।