চুল যত মজবুত ও শাইনি হবে, ততই সুন্দর হেয়ার স্টাইল হবে। কিন্তু, চুল পড়তে শুরু করলে যেন সব
সৌন্দর্য ম্লান হয়ে যায়।
ঋতু বদলের সময় চুল পড়ার সমস্যা বাড়ে। তবে কিছু ঘরোয়া উপকরণ দিয়েই চুল পড়ার সমস্যা কমিয়ে চুলকে শাইনি ও মজবুত করে তুলতে পারেন।
ভিটামিন-সি ও অ্যান্টি-অক্সিড্রেন্টে সমৃদ্ধ আমলা চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। নিয়মিত আমলা ভেজানো জল, চা বা আমলা গুঁড়ো স্ক্যাল্পে লাগান।
ভৃঙ্গরাজ পাতা ভেজানো তেল নিয়মিত স্ক্যাল্পে ঘষলে মাথায় রক্ত সঞ্চালন বাড়ে, চুলের গোড়া মজবুত করে এবং দ্রুত চুলের বৃদ্ধি হয়।
চুলের জন্য খুবই উপকারী মেথি। প্রোটিন ও নিকোটিনিক অ্যাসিডে সমৃদ্ধ মেথি ভেজানো জল নিয়মিত স্ক্যাল্পে ঘষলে দ্রুত চুলের বৃদ্ধি হয় এবং চুল শাইনি হয়।
ত্বক থেকে চুলের জন্য খুবই উপকারী অ্যালোভেরা। চুল মজবুত করতে এবং পিএইচ ভারসাম্য বজায় রাখতে অ্যালোভেরা জেল স্ক্যাল্পে ঘষুন। এটা কন্ডিশনারেরও কাজ করে।
ভিটামিন ও অ্যামিনো অ্যাসিডে সমৃদ্ধ জবা ফুল ও কুঁড়ি নিয়মিত স্ক্যাল্পে ঘষলে চুল পড়া কমে এবং টাক পড়ে যাওয়া অংশে চুল গজায়।
অ্যান্টি-ব্যাকটিরিয়াল ও অ্যান্টি-ফাঙ্গাল উপাদান নিমপাতা। নিমপাতা ভেজানো তেল বা জল মাথায় ঘষলে স্ক্যাল্পে ব়্যাশ এবং খুশকির সমস্যা কমে। চুলের বৃদ্ধিতেও সাহায্য করে।