28 February 2024

এ ভাবে মুলতানি মাটি ব্যবহার করলে ফল পাবেন

26 February 2024

credit: Pinterest

TV9 Bangla

ত্বকের উপরের অংশে জমে থাকা তেল, ময়লা এবং টক্সিন দূর করতে মুলতানি মাটির তুলনা নেই। এ ছাড়া ত্বকের কালচে দাগ ও ব্রণ দূর করতে সাহায্য করে মুলতানি মাটি।

অ্যালুমিনিয়াম সিলিকেট, ম্যাগনেসিয়াম ক্লোরাইড সমৃদ্ধ এই মাটি ত্বকে নিয়ে আসে প্রাকৃতিক উজ্জ্বলতা। জেনে নিন কীভাবে ব্যবহার করলে কাজ হবে।

 কয়েক চামচ মুলতানি মাটির সঙ্গে সামান্য হলুদের গুঁড়ো আর গোলাপজল মিশিয়ে ঘন একটি পেস্ট বানিয়ে নিন। মুখ ও গলায় এই ফেস প্যাক লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

একটি টমেটো পেস্ট করে নিন। এর সঙ্গে মেশান ২ টেবিল চামচ মুলতানি মাটি ও ১ চা চামচ লেবুর রস। মিশ্রণটি মুখে লাগিয়ে ৩০ মিনিট রেখে দিলেই হবে।

এ ছাড়া ১ টেবল চামচ মুলতানি মাটির সঙ্গে ১ টেবল চামচ মধু ও ১ টেবল চামচ নিমের গুঁড়ো মেশান। কয়েক ফোঁটা লেবুর রস দিন। আর দেবেন গোলাপ জল।

 ফেসপ্যাকটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ব্যবহার করলে দ্রুত ফল পাবেন।

শসার রসের সঙ্গে মুলতানি মাটি মিশিয়েও ব্যবহার করতে। এই মাস্ক ত্বককে ভিতর থেকে শীতল রাখে এবং রোদে পোড়ার দাগ দূর করে।

ওটস ও দুধের সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে স্ক্রাব করুন ত্বক। পাকা কলার সঙ্গে মুলতানি মাটি ও মধু মিশিয়ে ব্লেন্ড করে নিন। মুখে মিশ্রণটি ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।