চায়ের নেশা নেই এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তবে চা খেয়ে সেই পাতা ফেলে দেন অনেকেই। জানেন কি এই ব্যবহৃত চা পাতা কত কাজের?
ব্যবহৃত চা পাতা দুর্দান্ত সার হিসেবে ব্যবহৃত হয়। এই পাতা গাছের গোড়ায় দিলে দ্রুত বাড়ে গাছ। তাই গাছে এই পাতা দিন।
রান্নার জিনিসে অনেক সময়ই তেলের দাগ লেগে যায়। তা পরিষ্কার করার জন্য অনেক কসরত করেন অনেকে। অনেকসময় তাতেও কোনও ফল হয় না।
কিন্তু জানেন কি ব্যবহার করা টি ব্যাগ কিংবা চায়ের পাতা দিয়ে অনায়াসে পরিষ্কার হতে পারে জেদি দাগ।
সারারাত গরম জলে ব্যবহার করা চা পাতা কিংবা টি ব্যাগ ভিজিয়ে রাখুন। ওই জল দিয়ে একবার ধুলেই ম্যাজিক নজরে আসবে।
অনেক সময় জুতোতে দুর্গন্ধ হয়, যা সহ্য করা কার্যত অসম্ভব হয়ে ওঠে। এই দুর্গন্ধ দূর করার জন্য অনায়াসে টি ব্যাগ কাজে লাগাতে পারেন। তাতে সহজেই এই সমস্যা থেকে মুক্তি পাবেন।
ডার্ক সার্কেলের সমস্যা মেটাতে সাহায্য করে টি ব্যাগ। ডার্ক সার্কেলের সমস্যা থাকলে চোখের তলায় টি ব্যাগ লাগিয়ে রাখুন।
এতে দুর্দান্ত কাজ হবে। সপ্তাহে দু'থেকে তিন দিন এই ব্যাগ চোখের তলায় লাগালে ফল দেখতে পাবেন নিজেই।