জামা কাপড়ে ঘামের দাগ? তুলবেন কী করে?

29 September 2023

বর্ষা আসলেও কমেনি গরম। আর গরম মানেই ঘাম। অত্যধিক ঘাম কিন্তু জামাকাপড়ের জন্যও ক্ষতিকারক। কারণ জামাকাপড়ে ঘানমের দাগ হয়ে যায়

তবে উপায় আছে। যা মানলে জামাকাপড় থেকে সহজেই ঘামের দাগ উঠে যাবে। তার জন্য ভরসা রাখতে পারেন ঘরোয়া উপায়েই। জানুন কী করবেন...

জামাকাপড় থেকে ঘামের দাগ পরিষ্কার করতে অ্যাসপিরিন ট্যাবলেট ব্যবহার করতে পারেন। ২-৩টি অ্যাসপিরিন ট্যাবলেট গুঁড়ো করে দুই টেবিল চামচ জলে গুলে পোশাকে লাগান। টুথব্রাশ দিয়ে আলতো করে ঘষুন।

ভিটামিন সি সমৃদ্ধ লেবু অ্যাসিডিক প্রকৃতির। এটি জামাকাপড়ের দাগ দূর করতে দুর্দান্ত কার্যকর। ব্যবহার করে দেখতে পারেন

৪-৫ টেবিল চামচ লেবুর রস আধ কাপ জলে মিশিয়ে নিন। এই মিশ্রণটি কাপড়ের দাগের উপর ঢেলে এক ঘণ্টা রেখে দিন। তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন।

আধ কাপ গরম জলে ৩-৪ টেবিল চামচ খাবার সোডা মিশিয়ে কাপড়ের দাগের উপর ঢালুন। আলতো করে ঘষুন জায়গাটা। তারপর জলে ধুয়ে ফেলুন।

এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন লবণও। গরম জলে কিছুটা লবণ মিশিয়ে নিয়ে দাগের উপর ঢেলে দিন। মিনিট পাঁচেক পর ধুয়ে নিন পোশাক।

হাইড্রোজেন পারক্সাইড ও জল সমপরিমাণ মিশিয়ে নিন। দাগের জায়গাটা আধ ঘণ্টা এই জলে ভিজিয়ে রাখুন। তারপর ধুয়ে ফেলুন নর্মাল জল দিয়ে। তবে এই মিশ্রণ কিন্তু ভুল করেও রঙিন জামাকাপড়ে ব্যবহার করবেন না।