বর্ষাকালে মশার কামড়ে নাজেহাল? রইল মুক্তির ৫ সহজ উপায়
Credit - Pinterest
TV9 Bangla
বর্ষাকালে মশাদের উৎপাত রীতিমতো বেড়ে যায়। বর্ষার জমা জল হল মশার আঁতুড়ঘর। ফলে এই মরসুমে ডেঙ্গির বাড়বাড়ন্ত নজরে পড়ে।
বর্ষার সময় নিজেকে ও পরিবারের সদস্যদের মশার কামড় থেকে কোন উপায়ে বাঁচাবেন? রইল তার কয়েকটি সহজ উপায়।
প্রথমত ডেঙ্গির সম্ভাবনা এড়াতে যে কোনও জায়গায় বা পরিত্যক্ত পাত্রে জল জমতে দেওয়া চলবে না। বাড়ির চারিদিক পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে হবে।
বর্ষায় অতিরিক্ত মশা কামড়ালে যদি ডেঙ্গি ও ম্যালেরিয়া নাও হয়, তাহলে র্যাশ ও চুলকানি হতে পারে। এই মরসুমে বাড়ির বাচ্চাদের সবসময় ফুল হাতা পোশাক পরিয়ে বাড়ির বাইরে নিয়ে যাবেন।
এই সময় হালকা রঙের পোশাক পরতে হবে। তাহলে মশা আক্রমণ কম করবে। বাড়ির জানলা ও দরজা বন্ধ রাখার চেষ্টা করবেন। একটা নির্দিষ্ট সময় পর দরজা, জানলা খোলা প্রয়োজন।
সবসময় তো দরজা ও জানলা বন্ধ রাখা যায় না। তাই ঘরে যাতে মশা না ঢুকতে পারে তার জন্য জানলা দরজায় নেট বসিয়ে নিতে পারেন।
মশারি টাঙিয়ে ঘুমোতে হবে। মশা তাড়ানোর ধূপের জায়গায় এটি বেশি সুরক্ষিত। বাজারে মসকিউটো রিপেলেন্টের মেলে। ওই সব ক্রিম বা স্প্রে ব্যবহার করতে পারেন।
এছাড়া হাত ও পায়ে অ্যালোভেরার তেলও মাখতে পারেন। মশা তাড়াতে ঘরে কিছু গাছ লাগাতে পারেন। যেমন- পুদিনা, রোজমেরি, লেমনগ্রাস, ল্যাভেন্ডার, গাঁদা ফুলের গাছ লাগালে মশার উপদ্রব কমবে।