18th March, 2025
কলকাতায় ১০০ টাকায় চশমা-সানগ্লাসের মার্কেটটা জেনে রাখুন
TV9 Bangla
Credit - Canva
চশমা, সানগ্লাস কেনার জন্য কাড়ি কাড়ি টাকা খরচ করেন? এ বার পকেটের খেয়াল রাখতে চাইলে সস্তায় কোথায় ভালো চমশা পাওয়া যায় তা জানা দরকার।
চিন্তার কিছু নেই, কলকাতায় এমন জায়গা রয়েছে যেখানে মাত্র ১০০-২০০ টাকার মধ্যে পেয়ে যাবেন ভালো ভালো চশমা।
এই জায়গাকে বলা হয় চশমা পট্টি। চশমার খনি বললেও ভুল বলা হবে না। ব্র্যান্ডেড থেকে নন-ব্র্যান্ডেন সব ধরনের চশমা বিভিন্ন দামে পাওয়া যায়।
সস্তায় চশমা ও সানগ্লাস পেতে চাইলে লালবাজারের কাছে বি.বি.গাঙ্গুলি স্ট্রিটের হোলসেল চশমা মার্কেটে যেতে পারেন।
সেখানে মাত্র ১৫ মিনিটে পাওয়ার দেওয়া চশমাও পেয়ে যাবেন হাতে। সেখানে শুধু চশমা, সানগ্লাসই নয়, পাওয়া যাবে রঙিন ও সাধারণ কন্টাক্ট লেন্স।
মেট্রোতে সেন্ট্রাল স্টপেজে নামতে হবে। সেখান থেকে কয়েক মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন কলকাতার সস্তার চশমা মার্কেটে।
হাওড়া থেকে ওই মার্কেটে যেতে চাইলে টি-বোর্ড বা ডালহৌসি নেমে কিছুটা হাঁটলেই পৌঁছে যাবেন। কলেজ স্ট্রিট থেকে যেতে চাইলে ১০ মিনিটে হেঁটে পৌঁছে যাবেন।
ওই মার্কেটে চশমার ফ্রেম ১০০-১৫০ টাকা থেকে শুরু। ব্লু-কোটিং প্রোটেকশন চশমার গ্লাসও ওখানে পাওয়া যাবে। ব্র্যান্ডেড চশমা পাওয়া যায় ৬০০-৭০০ টাকায়।
আরও পড়ুন