বর্ষাকালে বাড়ি থেকে বেরোলেই যে সমস্যাটা দেখা যায়, তা হল রাস্তায় কাদা। আর সেই কাদার চক্করে জুতো থেকে জামা সব হয় নোংরা।
বর্ষাকালে যে কারণে খুব বেছে বেছে জামাকাপড় পরতে হয়। চলুন জেনে নেওয়া যাক মেঘলা দিনে কোন সাজে নজর কেড়ে নিতে পারবেন আপনি।
অফিস, স্কুলে যদি শাড়ি পরে যেতে পারেন, তা হলে বেছে নিন লিনেন। বর্ষায় তা বেশ আরামদায়ক। লিনেনর অন্য পোশাকও পরতে পারেন।
বর্ষায় হালকা মেকআপ করতে পারেন। কারণ আর্দ্রতার জন্য অস্বস্তি হতে পারে। তাই চড়া সাজগোজ এড়িয়ে যাওয়া ভালো। খুব ইচ্ছে হলে অল্প গয়না পরতে পারেন।
ছাতাও আপনাকে স্টাইলিশ লুক দিতে পারে। হালফিলের ফ্যাশনে রকমারি ছাতা রয়েছে। ফুলের ছাপ ছাড়া মধুবনী, কলমকারির, জিওমেট্রিক স্টাইলের ছাতা ব্যবহার করতে পারেন।
বর্ষাকালে সাদা রংয়ের পোশাক অতি অবশ্যই এড়িয়ে যাওয়া উচিত। আপনি রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করলেও যে কোনও যানবাহন থেকে কাদা ছিটকে যেতে পারে আপনার পোশাকে।
মেঘলা দিনে লম্বা ঝুলের পোশাক পরা ঠিক হবে না। তাতে জামার নীচে কাদা লেগে যায়। যার ফলে অনেক সময় আত্মবিশ্বাসের অভাব বোধ হয়।
বর্ষার ফ্যাশনে পোশাক, মেকআপ, গয়না, ছাতা সবই তো হল, যদি ঘড়ি পরতে ভালোবাসেন, তা হলে ওয়াটারপ্রুফ ঘড়ি পরতে পারেন।