মাথায় গিজগিজ করছে উকুন? কোন উপায়ে মিলবে এই সমস্যা থেকে মুক্তি
TV9 Bangla
Credit - Getty Images, Pinterest
চুল পড়া, চুলে খুসকি, চুল পেকে যাওয়ার সমস্যা নিয়ে অনেকেই খোলাখুলি কথা বলেন। কিন্তু উকুন হলে সেইভাবে খুব একটা খোলামেলা কথা অনেকেই বলতে পারেন না।
যাদের উকুন হয়, তারা খুব লজ্জা পান। যার ফলে এই সমস্যার কথা অন্যের সঙ্গে শেয়ার করেন না। কয়েকটি ঘরোয়া উপায়ে উকুনের সমস্যা থেকে রেহাই মিলতে পারে।
মার্কেটে উকুন তাড়ানোর নানা শ্যাম্পু পাওয়া যায়। তা ছাড়া বাড়িতে থাকা বেশ কয়েকটি উপাদান দিয়ে উকুন তাড়াতে পারবেন। তেমন এক জিনিস ভিনিগার। তাতে যে অ্যাসেটিক অ্যাসিড রয়েছে, তা উকুনের জন্য বিষ।
আঙুলের ডগায় ভিনিগার লাগিয়ে মাথার ত্বকে মালিশ করতে হবে। ১০ মিনিট পর জল দিয়ে ধোওয়ার পর শ্যাম্পু করতে হবে। টানা ২মাস সপ্তাহে ৩দিন এমনটা করলে ভালো ফল মেলে।
লেবুর রস ও রসুন উকুনের যম। চার কোয়া রসুন থেঁতো করে তাতে লেবুর রস মিশিয়ে মাথায় লাগাতে হবে। তোয়ালে জড়িয়ে ৩০ মিনিট থাকুন। তার পর শ্যাম্পু করতে হবে।
পেঁয়াজে সালফার রয়েছে। তা উকুন তাড়াতে অত্যন্ত কার্যকরী। পেঁয়াজের রস মাথায় লাগিয়ে দু’ঘণ্টা রাখুন। তারপর শ্যাম্পু করতে হবে। সপ্তাহে ৩-৪ দিন এটা লাগালে উকুন পালাবে।
অলিভ অয়েল ও টি ট্রি অয়েল একসঙ্গে মিশিয়ে মাথার তালুতে লাগিয়ে রাতে ঘুমোতে হবে। সকালে শ্যাম্পু করে নিতে হবে। একদিন অন্তর এমনটা করতে পারেন। উকুন দূর হবে।
নিম তেলও উকুন তাড়াতে কার্যকরী। নিমে রয়েছে অ্যান্টিব্যাক্টেরিয়াল বৈশিষ্ট্য। এ ছাড়া নিম তেলে রয়েছে অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য। তা উকুন তাড়াতে কার্যকরী।