20th May, 2025
কুচকুচে কালো বগল হবে ধবধবে সাদা, মানুন এই সহজ ঘরোয়া উপায়
TV9 Bangla
Pic Credit- Freepik
গরমে প্যাঁচপ্যাঁচে ঘাম, ধুলোর জ্বালায় অনেকেই নাজেহাল। ত্বক চটচটে হয়ে যায়। তার উপর ডিওডোরেন্ট বেশি ব্যবহার করে বগলে কালচে দাগ হয়।
বগল কালো হলে লজ্জায় অনেক মহিলা স্লিভলেস পোশাক পরতে পারেন না। রইল কিছু ঘরোয়া উপায়, যা ব্যবহার করলে মিলবে কুচকুচে কালো বগল থেকে রেহাই।
বাড়িতে লেবু থাকলে, তার রস বগলে ব্যবহার করতে পারেন। লেবুর রস প্রাকৃতিক ব্লিচ। লেবুর রস ও মধু একসঙ্গে মিশিয়ে বগলে লাগান। ১৫ মিনিট পর তা ধুয়ে ফেলতে হবে।
আলু পাতলা করে কেটে তা বগলে ঘষতে পারেন। বা আলুর রসও লাগানো যেতে পারে। নিয়মিত ব্যবহার করলে কালো বগল হবে সাফ।
বেকিং সোডা ও জল দিয়ে একটি মিশ্রণ বানাতে পারে। তা বগলে মাস্কের মতো লাগাতে হবে। এই মিশ্রণ মৃত কোষ সারিয়ে তুলতে পারে।
শসার রসের সঙ্গে গোলাপ জল মিশিয়ে লাগালেও কালো বগলে প্রভাব পড়তে পারে। এটি ব্যবহার করলে ত্বক ঠান্ডা হওয়ার পাশাপাশি ফর্সাও হয়।
বেসন ও দুধের মিশ্রণ ত্বক পরিষ্কার করতে অত্যন্ত কার্যকরী। এই দুটি উপকরণ মিশিয়ে স্ক্রাবের মতো সপ্তাহে ২-৩ বার বগলে ব্যবহার করলে ভালো ফল মেলে।
নারকেল তেল এবং ভিটামিন-ই বগলের কালচে ভাব দূর করতে সাহায্য করে। ত্বককে হাইড্রেটেড রাখে। এই মিশ্রণ বগলের মৃত কোষকে তুলে ফেলে এবং ত্বক উজ্জ্বল করে তোলে।
গরমে বগলে ঘাম জমতে জমতে প্রভাব পড়ে। ধীরে ধীরে বগল কালো হয়ে যায়। এই সময় সুতির কাপড় পড়লে আরাম মেলে।
আরও পড়ুন