15th June, 2025

গ্রীষ্ম হোক বা বর্ষা, ত্বকের চুলকানি-ব়্যাশ সারাতে দাওয়াই এগুলি

TV9 Bangla

Credit -  Freepik

গরমকাল হোক বা বর্ষাকাল অনেক ব্যক্তির ত্বকে চুলকানি হয়, ব়্যাশ হয়। তার ফলে সারাক্ষণ একটা বিরক্তি ভাব কাজ করে।

আর্দ্র তাপমাত্রায় ব্যাক্টেরিয়া দ্রুত বৃদ্ধি পায়। তাই ত্বকের যত্ন না নিলে একটি ছোট ব্রণও অ্যালার্জিতে পরিণত হতে পারে।

যে সকল ব্যক্তিদের গরমে এবং বর্ষায় ত্বকের নানা সমস্যা হয়, তারা কিছু ঘরোয়া উপায় কাজে লাগালে এই সকল সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

নিম পাতা ও এর ছাল - গ্রীষ্ম ও বর্ষাতে যদি আপনার ত্বকে চুলকানি ও ব়্যাশ হয়, তাহলে নিম পাতা পিষে তার মিশ্রণ ক্ষতিগ্রস্ত জায়গায় লাগাতে পারেন। এছাড়া নিমের ছালও মুখে লাগাতে পারেন। এতে ব্রণর সমস্যা কমে।

নারকেল তেল ও কর্পূর - ত্বকের ফুসকুড়ি, চুলকানি ও ব্রণ দূর করতে নারকেল তেল ভীষণ উপকারী। যদি নারকেল তেল ও কর্পূল একটি পাত্রে মিশিয়ে ত্বকে লাগান, তা হলে এই সমস্যাগুলি থেকে মুক্তি মেলে।

ভিনিগার - ত্বকের যত্নে ভিনিগার অত্যন্ত উপকারী। অল্প জলের সঙ্গে ভিনিগার মিশিয়ে তা ক্ষতিগ্রস্ত জায়গায় লাগালে আরাম মেলে।

অ্যালোভেরা জেল - অনেক সময় ত্বকের ফুসকুড়ি, জ্বালাপোড়া ও চুলকানি কমাতে অ্যালোভেরা জেল লাগানো প্রয়োজন। যা ত্বককে ঠান্ডা করে ও ত্বকের তাপ কমাতে কার্যকরী। মুলতানি মাটি ও এই জেল লাগালেও উপকার হয়।

বরফ - যদি গরমে বা বর্ষায় ত্বকে জ্বলুনি, ফুসকুড়ি ও চুলকানির মতো সমস্যা হয়, তা হলে বরফ লাগিয়ে দেখা যেতে পারে। এতেও উপকার হয়।