কটন বাডস দিয়ে কান পরিষ্কার করেন? শ্রবণশক্তি হারাবেন না তো!
TV9 Bangla
Pic Credit- Freepik
হঠাৎ কানে একটু কম শুনছেন? মনে হতে পারে, এবার কান পরিষ্কার করা দরকার। যেমন ভাবা, তেমন কাজ। আর কান পরিষ্কারের জন্য অনেকেই হাতে তোলেন কটন বাডস।
কটন বাডস হাতে তুলে নেওয়ার পর সোজা তা কানে ঢুকিয়ে হাত ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করা শুরু করেন অনেকে। এখানেই সমস্যা।
অবাক লাগতে পারে, যে কান পরিষ্কার করার বাডসে কান পরিষ্কার হবে না তো কী করা হবে! আসলে বিশেষজ্ঞরা বলছেন, এই কটন বাডস দিয়ে কান পরিষ্কার করা একেবারেই উচিত নয়।
কারণ কী? আসলে বিশেষজ্ঞদের মতে, এতে কান পরিষ্কার হওয়ার পরিবর্তে অন্য সমস্যা তৈরি হতে পারে। যেমন - কটন বাডস অনেক সময় অজান্তে কানের পর্দার গায়ে চোট দিতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, খুব প্রয়োজন না পড়লে কান পরিষ্কার করার দরকার নেই। কারণ, কানের ভিতর যে ময়লা থাকে, তা আদতে কানের পর্দাকে সুরক্ষিত রাখতে সাহায্য করে।
চারপাশের মারাত্মক আওয়াজ, অতিরিক্ত হাওয়া থেকে কানকে রক্ষা করে থাকে এই ময়লা। ফলে কানে থাকা ময়লা নিয়ে দুশ্চিন্তা না করাই শ্রেয়।
একাধিক স্নায়ুর যোগ রয়েছে কানে। যার সংযোগ মস্তিষ্কের সঙ্গে। তাই কটন বাডস ব্যবহার করলে, সেই স্নায়ুতে আঘাত লাগলে অন্য কোনও সমস্যা তৈরি হতে পারে।
যদি কোনও ব্যক্তি তারপরও কটন বাডস দিয়ে কান পরিষ্কার করতে চান, তা হলে নজরে রাখতে হবে যেন সেই কটন বাডস কানের বেশি গভীরে যেন প্রবেশ না করে।