5th February,  2025

চিন-আমেরিকা বহু দূরে, দুনিয়ার এই দেশে থাকেন সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিরা

TV9 Bangla

Credit - Canva, Pixabay

কোনও দেশের গড় আইকিউ বলে দেয় সেখানে কতজন বুদ্ধিমান মানুষ বাস করেন। উচ্চ আইকিউ মানে অনেক বেশি বুদ্ধিমান।

বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান মানুষরা কোথায় থাকেন? এ উত্তর অনেকে অজানা। অনেকের মতে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিরা আমেরিকা বা চিনের মতো বৃহত্তম অর্থনীতির দেশে থাকে। এটা পুরো সত্যি নয়।

যাঁদের উচ্চ আইকিউ রয়েছে, সেই ব্যক্তি দ্রুত সমস্যার সমাধান করতে পারেন। এই ব্যক্তিদের দ্রুত চিন্তা করার ক্ষমতাও রয়েছে।

 ফিনিশ সংস্থা উইকটকমের মতে, জাপানের মানুষের আইকিউ বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। সেখানকার মানুষদের গড় আইকিউ ১১২.৩০।

 জাপানের পর উচ্চ আইকিউয়ের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে হাঙ্গেরি। সেখানে বসবাস করা মানুষদের গড় আইকিউ ১১১.২৩।

জাপান, হাঙ্গেরির পর বেশি বুদ্ধিমান মানুষ থাকা দেশের তালিকায় তিনে রয়েছে তাইওয়ান। সেখানকার মানুষদের গড় আইকিউ ১১১.১৯।

প্রথম দশে থাকা বাকি দেশগুলি হল - ইতালি (১১০.৮৩), সাউথ কোরিয়া (১১০.৮০), সার্বিয়া (১১০.৬০), ইরান (১১০.২৭), ফিনল্যান্ড (১০৯.৬০), হংকং (১০৯.৫৭) ও ভিয়েতনাম (১০৮.৮২)।

বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান মানুষ থাকা দেশের তালিকার প্রথম দশে নেই চিন ও আমেরিকা। ২০২৪ এর হিসেব অনুযায়ী চিনের মানুষদের গড় IQ ১০৪.১। ২০২২ এর হিসেব অনুযায়ী আমেরিকার মানুষদের গড় IQ ৯৮।