বিদেশে হানিমুনে যাওয়ার ইচ্ছে? কিন্তু খরচের কথা ভেবে মাথায় হাত পড়ছে? এমন অবস্থায় উপায় কী? চিন্তা না করে ব্যগপত্তর গুছিয়ে ফেলুন। ম্যানেজ হবেই।
ভ্রমণপ্রেমিক ভারতীয়দেরও তো ইচ্ছে হয় দেশ ছাড়িয়ে বিদেশে হানিমুনে দিতে। জেনে নিন বিশ্বের এমন ৫ দেশ যেখানে ভারতীয় মুদ্রার দাপট বেশি।
বিদেশের একাধিক জায়গা রয়েছে, যেখানে ভারতীয় মুদ্রা যথেষ্ট শক্তিশালী। যদি আপনার বাজেট হয় ৫ হাজার টাকা, তা হলে হানিমুন কাটাতে যেতে পারেন বিদেশে।
ইন্দোনেশিয়ার মুদ্রাকে বলা হয় ইন্দোনেশিয়ান রুপি। ভারতের ১ টাকা ইন্দোনেশিয়ান রুপিতে প্রায় ১৯০.১২-র সমান। খাওয়া দাওয়া সহ এক রাত সেখানে কাটাতে খরচ ৫ হাজার টাকা।
ভিয়েতনামের মুদ্রাকে বলা হয় ডং। ভারতের ১ টাকা ভিয়েতনাম ডং এ প্রায় ২৯৮ টাকার সমান। চাইলে সেখানেও সহজেই বেড়াতে যেতে পারেন ভারতীয় ভ্রমণপ্রেমীরা।
কম্বোডিয়ার মুদ্রাকে রিয়েল বলে। সেখানে ভারতের ১ টাকা প্রায় ৪৬.৯৮ রিয়েল। যদি মন চায় বিদেশ ভ্রমণের লিস্টে কম্বোডিয়াকেও অ্যাড করতে পারেন কেউ কেউ।
কোস্টা রিকার মুদ্রাকে কোলন বলে। ভারতের এক টাকা কোস্টা রিকায় প্রায় ৫.৯৩ কোলন। ফলে বিদেশ ঘুরতে চাইলে এখানেও যেতে পারেন।
হাঙ্গেরির মুদ্রাকে বলা হয় ফোরিন্ট। ভারতের ১ টাকা সেখানে ৪.৬২ ফোরিন্টের সমান। অল্প বাজেটে বিদেশ ভ্রমণের ভালো জায়গা এটিও। (তথ্যসূত্র- META AI, গুগল)