21st June, 2025
বর্ষাকালে বাড়ে পোকার উৎপাত? বাড়ির হেঁশেলেই রয়েছে সমস্যার সমাধান
TV9 Bangla
Credit - Freepik, X
অনেকের কাছে বর্ষাকাল খুব প্রিয় ঋতু। এইসময় এক কাপ কফি হাতে বারান্দায় বসে বৃষ্টি উপভোগ করেন অনেকে। কিন্তু সকলের তো তাতে দিন চলে না।
এই বর্ষাকালে আবার অনেকে নানা সমস্যায় পড়েন। তার মধ্যে অন্যতম বাড়িতে পোকার বাড়বাড়ন্ত। এই সমস্যার সমাধান খুঁজে পাবেন আপনার বাড়িতেই।
বর্ষাকালে বাড়ি-ঘরে পোকা আসা আটকাতে সবচেয়ে সহজ উপায় হল, সন্ধেবেলা বাড়ির জানালা এবং দরজা বন্ধ করে রাখা।
অনেক সময় মশা ও পোকা তাড়াতে লেবু, বেকিং সোডার একটি মিশ্রণ বানান। এরপর সেটা স্প্রে বোতলে ভরে বাড়ির আনাচে-কানাচে স্প্রে করতে হবে।
কালো মরিচ গুড়ো করে তা জল দিয়ে মিশ্রণ বানান। এরপর ওই মিশ্রণ স্প্রে বোতলে ভরে বাড়ির আনাচে-কানাচে ও পোকার উপর স্প্রে করতে পারেন।
পোকামাকড় তাড়াতে রসুন অত্যন্ত কার্যকরী। রসুন গুড়ো করে সেটি জলের সঙ্গে মিশিয়ে বাড়ির কোণায় ছড়িয়ে দিলে পোকা আসে না।
অল্প নুনেও হতে পারে বিরাট কাজ। খানিকটা নুন জলে গুলে নিয়ে বাড়ির আনাচে-কানাচে স্প্রে করতে হবে। তা হলে পোকা বাড়ির ধারেকাছে আসবে না।
যদি ঘরোয়া টোটকাতেও বাড়ি থেকে পোকার উপদ্রব কমাতে না পারেন, তা হলে অবশেষে পেস্ট কন্ট্রোল করিয়ে নিতে পারেন।
আরও পড়ুন