27th May, 2025

থ্রেডিং ভুলুন, ঘরোয়া উপায়ে সহজে ঠোঁটের উপরের রোম তুলুন

TV9 Bangla

Credit -  Freepik

থ্রেডিং বা ওয়্যাক্সিং দিয়ে শরীরের অবাঞ্জিত রোম তোলা যায়। তাতে যন্ত্রণাও অনেক হয়। তাই থ্রেডিং ছাড়া ঘরোয়া উপায়ে সহজে ঠোঁটের উপরের রোম তুলতে পারেন।

ঠোঁটের উপরের সূক্ষ্ম গোঁফের রেখা সাফ করতে যদি থ্রেডিং বা ওয়্যাক্সিং করাতে না চান, তা হলে ঘরোয়া উপকরণ ব্যবহার করে দেখতে পারেন।

অনেকেই বলেন, মুখ বা হাতের অতিরিক্ত রোম তোলার কষ্ট তাও অনেকটা সহ্য করা যায়। কিন্তু ঠোঁটের উপরে সুতো দিয়ে থ্রেডিং করা যখন শুরু হয়, চোখ দিয়ে বেরোয় জল।

আপার লিপ থ্রেডিং করলে যন্ত্রণা হয়। স্পর্শকাতর ত্বক হলে তো কথাই নেই। থ্রেডিং করার পরেই লাল হয়ে যায়। ঘরোয়া উপায়ে এবার ঠোঁটের উপরের রোম সাফ করতে পারবেন।

ডিমের সাদা অংশ, ১ চা চামচ কর্নফ্লাওয়ার, ১ চা চামচ চিনি মিশিয়ে তা ঠোঁটের উপরে লাগান। ১৫ মিনিট পর তা শুকোলে ত্বকে টান ধরবে। তখন টেনে তুলুন। সপ্তাহে দু’দিন ব্যবহার করলে রোমের বৃদ্ধি কমবে।

একটু জলে ২ চা চামচ চিনি মিশিয়ে নাড়তে হবে। জলের রং বদলালে সেখানে গোটা পাতিলেবুর রস মেশান। মিশ্রণ ঘন হলে নামান। হালকা গরম থাকা অবস্থায় তা ঠোঁটের উপরে লাগিয়ে শুকোতে দিন। শেষে টেনে তুলুন।

দু'চা চামচ ওটমিলের সঙ্গে একটি পাকা কলা চটকান। ১৫ মিনিট ধরে তা ঠোঁটের উপরে ভালো করে মালিশ করতে হবে। তাতে রোম উঠে যাবে। ত্বকের মৃতকোষ উঠে নরম হবে, কালচে দাগছোপ দূর হবে।

একখানা বাটিতে দুধ, হলুদ ও ময়দা মিশান। ঘন মিশ্রণ তৈরি করে তা ঠোঁটের উপর লাগান। শুকিয়ে গেলে এরপর তা টেনে তুলে ফেলুন।

হলুদও রোম তুলতে কার্যকরী। মুখের যে কোনও অংশের রোম তুলতে হলুদ ব্যবহার করা যেতে পারে। জল, হলুদ গুঁড়ো ও বেসন একসঙ্গে মিশিয়ে লাগালে ফল মেলে।