মশার জ্বালায় অতিষ্ট? কয়েল ভুলুন, সস্তার ৫ জিনিস দেখাবে ম্যাজিক
TV9 Bangla
Credit - Freepik
গরমে নানা জায়গায় মশার উপদ্রব বাড়ে। সেটি শুধু ঘুমের সমস্যা তৈরি করে না, বরং স্বাস্থ্যেরও নানা সমস্যা বাড়ায়।
মশা তাড়াতে অনেকেই কয়েল ব্যবহার করে থাকেন। তবে বেশ কিছু ঘরোয়া উপায়ে মশাকে জব্দ করা যায়। এক ঝলকে জেনে নিন বাড়িতে সহজ উপায়ে মশা তাড়াতে কী কী জিনিস ব্যবহার করতে পারেন।
বাড়িতে খুবই সহজে পাওয়া যায় এমন কয়েকটি জিনিস ঠিক করে ব্যবহার করতে পারলেই নিধন হবে মশা। এ ছাড়া কীটপতঙ্গের প্রকোপ কমাতেও এই টোটকা ব্যবহার করতে পারেন।
কমলালেবু ও পাতিলেবুর খোসায় কড়া গন্ধ থাকে। এটি মশা তাড়ানোর জন্য শুকিয়ে ঘরে পোড়াতে পারেন। তা থেকে যে ধোঁয়া হবে, তাতে মশা দূরে পালাবে।
তেজপাতা ও কর্পূর মশা তাড়ানোর জন্য ব্যবহার করতে পারেন। এটির সুবাস সারা বাড়িতে ছড়িয়ে পড়ে। তাতে মশাও নিধন হয়। তেজপাতার সঙ্গে কর্পূর লাগিয়ে পোড়ালেই কাজ হবে।
লবঙ্গ ও লেবু বাড়ি থেকে মশা তাড়াতে কার্যকরী। দু'টুকরো করে লেবু কাটতে হবে। তাতে লবঙ্গ দিতে হবে। বাড়ি থেকে মশা দূর করতে এই মিশ্রণটি জানলার পাশে রাখতে হবে।
পেঁয়াজ ও রসুনের খোসা মশা তাড়াতে বিরাট কাজে লাগে। এগুলির প্রখর গন্ধ। পেঁয়াজ, রসুনের খোসা না ফেলে, তা শুকিয়ে ঘরে পোড়াতে হবে। এর ধোঁয়ায় মশা পালাবে।
শুকনো নিম পাতা ত্বক ও স্বাস্থ্যর জন্য যেমন উপকারী, তেমনই মশা তাড়াতে, নিমের জুড়ি মেলা ভার। মশা তাড়ানোর জন্য নিমপাতা পোড়ানো যায়। এর ধোঁয়ায় ঘরে থাকা বাকি ব্যাকটেরিয়াও দূর হয়।