2nd June, 2025

ভাগ্য ঘোরাতে ঘোড়ার খুরের নালের জুড়ি মেলা ভার! কীভাবে কাজে লাগাবেন?

TV9 Bangla

Credit -  Freepik, X

প্রচুর মানুষ এমন রয়েছেন, যাঁরা বিশ্বাস করেন যে ঘোড়ার খুরের নাল ভাগ্য ফেরায়। যার ফলে অনেকেই বাড়ির মূল দরজার উপরে ঘোড়ার খুরের নাল ঝুলিয়ে রাখেন।

জ্যোতিষশাস্ত্র বলছে, সত্যিই বাড়িতে যদি ঘোড়ার খুরের নাল রাখা হয়, তা হলে জীবনে নানা দিক থেকে উন্নতি হয়। তবে তার জন্য সঠিক নিয়ম মানা জরুরি।

বাড়ির মূল দরজার উপরের দিকে বা দরজার ফ্রেমের উপর ঘোড়ার খুরের নাল ঝোলাতে পারেন। ভুলেও ঘোড়ার খুরের নাল কখনও পোড়াবেন না।

বাস্তুমতে ঘোড়ার খুরের নালটির মুখ উপরের দিকে রাখতে হবে। যদি ঘোড়ার খুরের নালের খোলা মুখ নীচের দিকে ঝোলান, তা হলে বাড়ি থেকে পজিটিভ শক্তি দূরে পালাবে।

বাড়ির মূল দরজায় ঘোড়ার খুরের নাল ঝোলালে পরিবারের সকলের শরীর ও স্বাস্থ্য ভালো থাকে। বাড়ির সদস্যদের রোগ-জ্বালার পরিমাণ কমে।

যে বাড়িতে নেগেটিভ শক্তির পরিমাণ বেড়েছে, সেখানে যদি মূল দরজায় ঘোড়ার খুরের নাল ঝোলানো হয়, তা হলে নেগেটিভ শক্তি দূরে যাবে আর পজিটিভ শক্তি বাড়বে।

কুনজর থেকে রক্ষা করে ঘোড়ার খুরের নাল। এটি যে বাড়িতে রাখা হয়, সেখানে অর্থকষ্ট দূর হয়। জীবনে আর্থিক সচ্ছলতা বাড়ে। শনির খারাপ প্রভাব দূর করতে সাহায্য করে।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।