26th June, 2025

প্লাস্টিক-স্টিল-তামা নাকি কাচ, কোন বোতলে জল খাওয়া ভালো, কোনটিতে খারাপ?

TV9 Bangla 

Credit - Pinterest , Freepik 

বাজারে নানা বোতল পাওয়া যায়। স্টিল, তামা, কাচ ও প্লাস্টিক। এগুলোর মধ্যে প্লাস্টিকের বোতল সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।

অনেকে কোল্ড ড্রিংস খাওয়ার যে প্লাস্টিকের বোতল হয়, তাতেও জল পান করেন। এটি শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর।

চলুন জেনে নেওয়া যাক, প্লাস্টিক, স্টিল, তামা নাকি কাচ কোন বোতলে জল পান করা সবচেয়ে ভালো, আর কোন বোতলে জল পান করা সবচেয়ে খারাপ।

প্লাস্টিকের বোতল ব্যবহারের সুবিধা আছে। এটি হালকা, দাম কম, নানা রং ও আকারে পাওয়া যায়, ভাঙার ভয় কম। কিন্তু এটিই সবচেয়ে ক্ষতিকর। এতে থাকা বিসফেনল এ-এর মতো কিছু রাসায়নিক জলে মিশে বিষক্রিয়া হতে পারে।

স্টিলের বোতলে জল খাওয়া ভালো। এটি ভাঙার সম্ভবনা নেই। স্বাস্থ্যের জন্যও তা ভালো। স্টিলের বোতল বিপিএ-মুক্ত। এবং অন্যান্য ক্ষতিকারক রাসায়নিক পদার্থও থাকে না।

কাচের বোতল ব্যবহার করা ভালো। এতে কোনও রাসায়নিক বিক্রিয়া হয় না, বেশ নিরাপদ। পুনর্ব্যবহারযোগ্য ও পরিবেশবান্ধবও। তবে এটি ভারী, দামও বেশি, ভেঙে যাওয়ার ভয় আছে।

সবচেয়ে বেশি ভালো তামার বোতলে জল পান করা। তামার বোতল ব্যবহার করার সুবিধা তামার অ্যান্টি-মাইক্রোবিয়াল গুণ। তামা শরীরের জন্য বেশ কিছু অপরিহার্য খনিজের যোগান দেয়।

যার ফলে তামার বোতলে জল রাখলে, সেই খনিজ জলে মেশে প্রথমে। তারপর তা দেহে প্রবেশ করে। যা স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। তবে অন্য যে কোনও বোতলের থেকে তামার বোতলের দাম অনেক।