ওত পেতে রয়েছে কু-দৃষ্টি! এই ৫ রাশির জাতক-জাতিকারা হন সাবধান
TV9 Bangla
Credit - Freepik, Getty Images
জ্যোতিষীদের মতে, বেশ কিছু রাশির জাতক-জাতিকারা খুব সহজেই যে কারও খারাপ নজরের দ্বারা প্রভাবিত হয়। বলা হয় যে ওই রাশির ব্যক্তিরা খানিক দুর্বল হন।
চলুন জেনে নেওয়া যাক ওই ৫ রাশির জাতক-জাতিকাদের, যারা অত্যন্ত দ্রুত যে কারও নজরে পড়েন। এই তালিকায় থাকা একটি রাশি হল কর্কট। এই রাশির জাতক-জাতিকারা অত্যন্ত আবেগপ্রবণ হয়।
কর্কট রাশির ব্যক্তিরা প্রায়শই অন্যদের নিয়ে বেশি ভাবে। ফলে তারা যখন অন্য কারও নজরে পড়েন, তাদের মেজাজে বেশ পরিবর্তন হয়।
কর্কটের পর এই তালিকায় যে রাশির জাতক-জাতিকারা পড়ে, তার মধ্যে রয়েছে সিংহ রাশি। এই রাশির ব্যক্তিরা আত্মবিশ্বাসী হন। তারা আকর্ষণীয় হব। তবে তাদের অহংকার ও দাম্ভিকতা অন্যদের ঈর্ষার কারণ হয়ে উঠতে পারে।
কর্কট ও সিংহের পর মিথুন রাশির জাতক-জাতিকারা অন্যদের নজরে সহজে পড়ে। এই রাশির ব্যক্তিরা খেলাধূলা প্রিয় এবং বুদ্ধিমান হন। তবে তাদের অস্থিরতার কারণে তারা নেতিবাচক শক্তির শিকার হয়ে পড়েন।
কর্কট, সিংহ, মিথুনের ছাড়া বৃশ্চিক রাশিও রয়েছে তালিকায়। এই রাশির ব্যক্তিরা তাদের দৃঢ় ইচ্ছাশক্তির জন্য সুপরিচিত হন। আর দৃঢ় ব্যক্তিত্বের জন্য তারা খুব সহজেই খারাপ নজরের শিকার হন।
মীন রাশির জাতক-জাতিকারা খুবই সংবেদনশীল হন। এরা আধ্যাত্মিকতার সঙ্গে একাত্ম হন। যার ফলে এই রাশির জাতক-জাতিকারা খুব সহজেই খারাপ নজরের কবলে পড়েন।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা জ্যোতিষশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।