20th May, 2025

কালো নাকি রঙিন, কোন সানগ্লাস চোখের জন্য ভালো?

TV9 Bangla

Pic Credit- Freepik

বর্তমানে রোদচশমা বা সানগ্লাস ছাড়া অনেকেই বাড়ির বাইরে বেরোন না। আর সেটাই উচিত। গ্রীষ্মের প্রখর দাবদাহের হাত থেকে চোখকে রক্ষা করতে সানগ্লাস জরুরি।

সানগ্লাস কেনার কথা ভাবছেন? তা হলে যে প্রশ্নটা মনে আসতে পারে, তা হল রঙিন না কালো, কোন সানগ্লাস চোখের জন্য ভালো?

আজকাল দেখা যায় অনেকে সানগ্লাস রঙিন পড়েন। মনে করেন, তাঁকে দেখতে খুব ভালো লাগছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা।

রঙিন নয়, কালো সানগ্লাসই চোখের জন্য ভালো। এমনই বলছেন বিশেষজ্ঞরা। রঙিন রোদচশমা চোখের স্বাস্থ্যের জন্য ভালো নয়। এতে দ্রুত চোখ খারাপ হতে পারে।

এ বার প্রশ্ন হল, কেন রঙিন সানগ্লাসের তুলনায় কালো বা গাঢ় রঙের রোদচশমা ভালো? আসলে, কালো বা ধূসর বাদামি রঙের লেন্স উজ্জ্বল আলো ও সূর্যের আলো থেকে চোখকে সুরক্ষিত রাখে।

গাঢ় রঙের সানগ্লাস পড়লে চোখের উপর অতিরিক্ত চাপ পড়ে না। চোখ সুস্থ থাকে। গাঢ় রঙের লেন্স সূর্যের আলোতে ফ্ল্যাশ কমাতে সাহায্য করে। যার ফলে দৃষ্টিশক্তি আরামদায়ক হয়।

রোদচশমা বা সানগ্লাস কেনার সময় মাথায় রাখতে হবে যে, তাতে ১০০ শতাংশ UV সুরক্ষা রয়েছে কি না। লেন্সের রঙ যেটাই হোক না কেন, UV সুরক্ষা সবচেয়ে জরুরি।

বিশেষজ্ঞদের কথা মানতে চাইলে, কালো রঙের সানগ্লাসে বেশিমাত্রায় সূর্যের অতিবেগুনি রশ্মি আটকায়। তাই চোখ ভালো থাকে।