১০০% নয়, তা হলে মোবাইল ফোনে কতটা চার্জ দেওয়া উচিত?
TV9 Bangla
Credit - Freepik
বর্তমানকালে মানুষ স্মার্টফোন ছাড়া এক পা চলতে পারেন না। ঠিক এই কথাটাই কয়েকটা বছর আগে বললে অনেকই অবাক হতেন। অবশ্য এখন সময় বদলেছে।
ছোট-বড় সকলেই আজকাল স্মার্টফোন ব্যবহার করেন। আর মোবাইল ফোন অনেকের তাড়াতাড়ি খারাপও হচ্ছে। কয়েকটি খারাপ অভ্যাসের জন্য স্মার্টফোন তাড়াতাড়ি খারাপ হতে পারে।
এক ঝলকে দেখে নিন ওই খারাপ অভ্যাসগুলি। যেমন - ২০:৮০ নিয়ম অনুযায়ী মোবাইলের ব্যাটারি যেন কখনও ২০%-র কম না হয়। আর ৮০%-র বেশি যেন চার্জ না দেওয়া হয়।
প্রচুর মানুষ এমন রয়েছেন, যাঁরা মোবাইল চার্জের এই ২০:৮০ নিয়মটা জানেনই না। তাই তাঁদের মোবাইলের ব্যাটারি তাড়াতাড়ি খারাপ হতে শুরু করে।
যদি কেউ অনেকক্ষণ ধরে মোবাইলে উচ্চমাণের গেম খেলেন, তা হলে সেই ফোনের তাপমাত্রা বাড়তে শুরু করে। এমন সময় ফোন দ্রুত গরম হয়ে বিস্ফোরণ হতে পারে।
ফোনের একটু চার্জ কমে গেলেই কেউ কেউ আবার চার্জে বসিয়ে দেন। এই অভ্যাস যত তাড়াতাড়ি সম্ভব বদলানো দরকার। তাতে ফোনের ব্যাটারি বেশি তাড়াতাড়ি খারাপ হয় না।
কেউ কেউ অনেক নতুন অ্যাপ্লিকেশন ইন্সটল করেন। সেই অভ্যাস বদলে ফেলা উচিত। প্রয়োজনের বেশি অ্যাপ যদি মোবাইলে কেউ ইন্সটল করেন, তা হলে ফোনের স্পিড কমতে পারে।
মোবাইলে যেন ধুলো-ময়লা না জমে, সেদিকে খেয়াল রাখা প্রয়োজন। যদি কারও ফোনে ধুলো-ময়লা জমে, তা হলে মোবাইলে যন্ত্রাংশ ও স্ক্রিনের ক্ষতি হয়।