নতুন জুতো পায়ে গলালেই পড়ে ফোস্কা? ঘরোয়া উপায়ে পান যন্ত্রণা থেকে মুক্তি
TV9 Bangla
Credit - Pinterest, Getty Images
কেমন জামা পরছেন, তার সঙ্গে ম্যাচিং করে অনেকে জুতো পরেন। পছন্দের জামার সঙ্গে ঠিক জুতো না হলে যেন জুতসই হয় না!
অনেকের একটা সমস্যা রয়েছে যে, যত দামিই হোক না কেন, নতুন জুতো পরলেই পায়ে ফোস্কা হয়। কিছু ঘরোয়া উপায়ে এই যন্ত্রণা দূর হয়।
নতুন জুতো পরে পায়ে ফোস্কা হয়ে যে ব্যথা হয়, তা কমাতে নুন ব্যবহার করতে পারেন। হালকা গরম জলে এক চামচ নুন মেশান। তারপর ওই জল দিয়ে ফোস্কার জায়গায় সেঁক দিতে হবে। তাতে ফোস্কার যন্ত্রণা ও ফোলাভাব কমবে।
ফোস্কা সারাতে কার্যকরী অ্যালোভেরা। এর অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ ক্ষত হওয়া জায়গার ফোলাভাব ও প্রদাহ কমাতে সাহায্য করে। ফোস্কা হওয়া জায়গায় অ্যালোভেরা জেল লাগাতে হবে।
গ্রিন টি ফোস্কা সারাতে পারে। এর অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য খুব কাজের। হালকা গরম জলে বেকিং সোডা মিশিয়ে একটি টি ব্যাগ ডোবান। টি ব্যাগটি ঠান্ডা হলে তা ফোস্কার জায়গায় বেশ কিছুক্ষণ লাগালে আরাম পাবেন।
ফোস্কা সারাতে অ্যাপেল সাইডার ভিনিগারও ব্যবহার করতে পারেন। এর অ্যান্টি ব্যাক্টেরিয়াল ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য প্রদাহ ও ব্যথা কমাতে পারে। সংক্রমণ হওয়া আটকায়।
পায়ের যেখানে ফোস্কা হয়েছে, সেখানে নারকেল তেল লাগাতে পারেন। এটি এক ধরনের ফ্যাটি অ্যাসিড। যা ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে। নারকেল তেল টিস্যু সারানোর পাশাপাশি, ক্ষতস্থান দ্রুত সারাতে পারে।
এইসব টোটকা ছাড়াও ফোস্কা হওয়ার জায়গায় পেট্রোলিয়াম জেলি লাগাতে পারেন। দিনে দু'বার হালকা গরম জলে ১৫ মিনিট পা ভিজিয়ে রাখার পর শুকিয়ে পেট্রোলিয়াম জেলি লাগাতে হবে।