22 February 2024
চুল শুকনো করার সঠিক উপায় জানেন?
credit: istock
TV9 Bangla
চুল পড়া, খুশকি, শুষ্ক ও রুক্ষ চুল—এসব সমস্যা লেগেই রয়েছে। একাধিক কারণে চুলের সমস্যা বাড়ে, যার মধ্যে অন্যতম ভিজে চুল আঁচড়ানো।
ভিজে চুল আঁচড়ানোর পাশাপাশি বেঁধে রাখা, কিংবা শুয়ে পড়ার মতো অভ্যাসও ভাল নয়। এতে কী-কী সমস্যা দেখা দিতে পারে, জানুন।
ভিজে চুল বেঁধে রাখলে কিংবা শুয়ে পড়লে স্ক্যাল্পে ছত্রাক সংক্রমণ বেড়ে যায়। এতেই বাড়ে খুশকি ও চুলকানির মতো একাধিক সমস্যা।
ভিজে চুল বেঁধে রাখলে দুর্গন্ধ ছাড়ে। স্ক্যাল্পে ঘাম জমতে থাকে। এর জেরেই চুলে দুর্গন্ধ তৈরি হয়। তখন শ্যাম্পু করলেও কাজ হয় না।
ভিজে অবস্থায় চুল বেঁধে রাখলে কিংবা ঘুমিয়ে পড়লে চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে। এতে সহজেই চুল পড়তে থাকে। দু'মুখো চুলের সমস্যা বাড়ে।
উড়ো চুলকে কিছুতেই বশ মানাতে পারছেন না? ভিজে চুলকে সঠিক উপায়ে শুকনো করুন। তারপর চুল বাঁধুন কিংবা স্টাইলিং করুন।
ভিজে চুল আঁচড়ানো উচিত নয়। একইভাবে, ভিজে চুল বেঁধে রাখলেও ক্ষতি। আবার হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকনো করাও ঠিক নয়।
প্রথমে শুকনো তোয়ালে বা গামছা চুল ভাল করে মুছে নিন। পাখার হাওয়ায় চুল শুকিয়ে নিন। রোদে দাঁড়ালেও চুল দ্রুত শুকনো হয়ে যাবে।
আরও পড়ুন