17 May, 2024
ত্বক জেল্লা হারাচ্ছে? সপ্তাহে একদিন এই কাজ করুন
credit: istock
TV9 Bangla
কোরিয়ান মহিলাদের স্ফটিক স্বচ্ছ ত্বক দেখে মুগ্ধ বিশ্ববাসী। নেই বার্ধক্যের রেখা মাত্র। তাই তো কোরিয়ান স্কিন কেয়ারের রমারম বিশ্বজুড়ে।
বিশ্ব দরবারে কোরিয়ান স্কিন কেয়ারের হাত ধরেই এসেছে শিট মাস্ক। দৈনন্দিন রূপচর্চা অংশ শিট মাস্ক। সপ্তাহে অন্তত একদিন ব্যবহার করতেই হবে।
সিরামে ভরপুর শিট মাস্ক ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ত্বকে অতিরিক্ত হাইড্রেশন প্রদাহ করে শিট মাস্ক। ত্বককে হাইড্রেটেড রাখে।
শিট মাস্কের মধ্যে ভিটামিন ই, সি, হাইলুরনিক অ্যাসিডের মতো উপাদান থাকে। এমনকি অ্যালোভেরা, গ্রিন টির মতো প্রাকৃতিক উপাদানও থাকে।
শিট মাস্কের মধ্যে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটি আপনার ত্বককে ক্ষতিকারক ফ্রি র্যাডিকেলের হাত থেকে রক্ষা করে।
প্রতি সপ্তাহে শিট মাস্ক ব্যবহার করলে ত্বক হাইড্রেটেড থাকে। এতে বলিরেখা, সূক্ষ্মরেখা, দাগছোপ ত্বকের ধারে কাছে ঘেঁষে না।
ব্রণ সমস্যা এড়াতে শিট মাস্ক ব্যবহার করুন। এই উপাদান ত্বকের প্রদাহ কমায় এবং ত্বককে ডিটক্সিফাই করতে সাহায্য করে।
শুষ্ক ত্বকের যত্ন নেয় শিট মাস্ক। এটি ত্বককে পুষ্টি জোগায় এবং ত্বকের কোমলতা ফিরিয়ে আনে শিট মাস্ক। ত্বক নরম থাকে।
আরও পড়ুন