30 January 2024

ফেসওয়াশে স্যালিসিলিক অ্যাসিড রয়েছে? 

credit: istock

TV9 Bangla

আজকাল অনেক ফেসওয়াশ, সিরামে স্যালিসিলিক অ্যাসিড পাওয়া যায়। কিন্তু এই অ্যাসিড ত্বকের উপর ঠিক কী কাজ করে জানেন?

মূলত, তৈলাক্ত ত্বক ও ব্রণ-প্রবণ ত্বকের উপর স্যালিসিলিক অ্যাসিড সমৃদ্ধ পণ্য ব্যবহার করা হয়। তবে, এই উপাদানের কাজ অনেকেরই অজানা। 

এক্সফোলিয়েটিং ও অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যের কারণে স্কিন কেয়ার পণ্যে স্যালিসিলিক অ্যাসিড ব্যবহার করা হয়।

স্যালিসিলিক অ্যাসিড ত্বক থেকে সমস্ত ময়লা ও ব্যাকটেরিয়া পরিষ্কার করতে সাহায্য করে। রোমকূপগুলো সংকুচিত করে দেয়।

স্যালিসিলিক অ্যাসিড হল এক ধরনের বিটা হাইড্রক্সি অ্যাসিড, যা মৃত কোষ পরিষ্কার করে দেয়। এতে মসৃণ ত্বক পাওয়া যায়।

ব্রণ দূর করতে দুর্দান্ত কাজ করে স্যালিসিলিক অ্যাসিড। এটি অতিরিক্ত তেল ও মৃত কোষ সরিয়ে ব্রেকআউটের সমস্যা দূর করে।

স্যালিসিলিক অ্যাসিড ত্বকের প্রদাহ কমায়। এর অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ত্বকের লালচে ভাব ও অস্বস্তি দূর করে দেয়।

ব্রণ, ফুসকুড়ি দূর করার পাশাপাশি ত্বকে টানটান করে তোলে স্যালিসিলিক অ্যাসিড। ত্বকে অ্যাস্ট্রিনজেন্ট হিসেবে কাজ করে এই উপাদান।