7 February 2024

রুক্ষ চুলের হাল ফেরাবে জবার পাতা

credit: istock

TV9 Bangla

অনেক কিছু ব্যবহার করেও বাড়ছে না চুল। তারউপর আবার দিনের পর দিন রুক্ষ হয়ে যাচ্ছে।                                                             

এই রুক্ষ চুলের হাল ফেরাতে আপনাকে পারে জবার পাতা। নারকেল তেল বা আমন্ড অয়েলের সঙ্গে জবার পাতা পেস্ট করে মিশিয়ে নিন।

সেই পেস্ট মাথায় মাখলেই দেখতে পাবেন ম্যাজিক। তাছাড়া মুঠো মুঠো চুল পড়ায় দারুণ কাজের এই ফুল।                                                                             

জবা ফুল পেস্ট করে পেঁয়াজের রসের সঙ্গে মিশিয়ে মাখলে শক্তিশালী হয় হেয়ার ফলিকলস। গজায় নতুন চুল।                                                      

শীতকাল মানেই খুশকির সমস্যায় ভোগেন বহু মানুষ। সেই সমস্যা থেকেও রেহাই দিতে পারে জবা।                                                               

জবার মধ্যে রয়েছে অ্যাস্ট্রিজেন্ট উপাদান, যা খুশকির সমস্যা রোধে দারুণ কার্যকরী।                                                                

জবা ফুল চুলের গোড়াও শক্ত করে। ফলে চুল খুব তাড়াতাড়ি বাড়ে। সেই সঙ্গে রুক্ষ চুলেও জেল্লা আসে।                                                       

ফলে বিভিন্ন কেনা ক্রিম আর তেলে টাকা খরচ না করে, জবা ফুল বা পাতাকেই কাজে লাগাতে পারেন।