দোল উৎসব আসছে। আর দোল খেলবে অথচ মুখে-চুলে রং লাগবে না, হতে পারে না। কিন্তু, এই রংয়ের জেরে ত্বক, চুলের মারাত্মক ক্ষতি হতে পারে।
ত্বক, চুলের ক্ষতির ভয়ে অনেকেই দোল খেলতে ভয় পান না। তবে রং খেলার আগে কিছু টিপস মেনে চললে সহজেই দোলের অবাধ্য রং তুলতে পারেন।
দোল খেলতে যাওয়ার আগে চুলে ভাল করে নারকেল বা আমন্ড বা তিসির তেল লাগান। চুল তেলতেলে থাকলে রং ধরবে না। দোল খেলার পর শ্যাম্পু করলে সহজেই উঠে যাবে এবং চুলের ক্ষতি কম হবে।
দোল খেলতে যাওয়ার আগে ভাল করে চুল বেঁধে নিন। তাহলে রং চুলের সর্বত্র লাগবে না এবং চুল পড়া কমবে।
দোল খেলার পর প্রথমেই চুলে জল দেবেন না। ব্রাশ দিয়ে যতটা সম্ভব চুলে লেগে থাকা রং ঝেড়ে নিন। তাহলে চুল ভেঙে পড়া অনেকটা আটকানো যাবে।
দোলের রং তুলতে ঈষদুষ্ণ জলে শ্যাম্পু করুন এবং ধীরে-ধীরে স্ক্যাল্পে আঙুলের চাপ দিয়ে ঘষতে থাকুন। ময়শ্চারাইজ শ্যাম্পু ব্যবহার করুন।
দোল খেলে শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ও হেয়ার সিরাম লাগাবেন। তাহলে চুলের রুক্ষতা অনেকটা কাটানো যাবে।
হেয়ার মাস্ক পরে দোল খেলতে পারলে খুব ভাল হয়। তাহলে সরাসরি চুলে রং লাগবে না। ফলে রং তোলা সহজ হবে এবং ক্ষতির হাত থেকে অনেকটা রক্ষা পাবে চুল।