24 March 2024

টাকায় রং লেগেছে? ঘরোয়া উপায়েই রং তুলুন

credit: istock

TV9 Bangla

দোল খেলার সময় অসাবধানতাবশত পকেটে থাকা টাকায় রং লেগে গিয়েছে? চিন্তা নেই, সহজেই নোটে লেগে থাকা রং তুলতে পারবেন।        

দোল খেলতে গিয়ে হোক বা রাস্তা দিয়ে হাঁটার সময় রং-জল ভরা বেলুন ছুড়ে টাকা ভিজে গেলে নো টেনশন। ঘরোয়া উপায়েই নোট থেকে রং তুলতে পারবেন।        

মাইল্ড সাবান এবং ঈষদুষ্ণ জল হাতে নিয়ে নোটের রং লাগা অংশে হালকা করে ঘষুন। তারপর নোটটি শুকিয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে।        

লেবুর রসে ব্লিচিং থাকে। কয়েক ফোঁটা লেবুর রস কটন বলে লাগিয়ে নোটের রং লাগা অংশে ঘষুন, পরিষ্কার হয়ে যাবে।        

ভিনিগার ও জল সমপরিমাণে নিয়ে হাতে করে নোটের রং লাগা অংশে ঘষুন। তারপর নরম কাপড়ে মুছে নোটটি শুকিয়ে নিন। রং উধাও হবে।        

কটন বলে অ্যালকোহল বা ইথানল নিয়ে নোটের রং লাগা অংশে ঘষতে পারেন। দ্রুত রং উধাও হয়ে পরিষ্কার দেখাবে টাকা।        

রং তুলতে খুব কার্যকরী ইথানল। কটন বলে কয়েক ফোঁটা ইথানল লাগিয়ে নোটের রং লাগা অংশে ঘষুন। হাতেনাতে ফল পাবেন।        

রঙে যে থিনার ব্যবহার হয়, সেটা রং তুলতেও কার্যকরী। কটন বল ইথানলে চুবিয়ে নোটের রং লাগা অংশে ঘষুন। দ্রুত রং উঠবে। তবে সামান্য থিনার দেবেন।