বর্ষাকালে ঘামের দুর্গন্ধে অতিষ্ঠ? ঘরোয়া ৭ প্রতিকার কাজে লাগান
Credit - Pinterest
TV9 Bangla
কমবেশি আমরা সকলেই দেখেছি যে বর্ষাকালে হঠাৎ করেই শরীর থেকে দুর্গন্ধ বের হতে শুরু করে। একে স্যাঁতস্যাঁতে আবহাওয়া, তাতে ঘামের গন্ধ হলে খুব বিরক্তি লাগে।
বর্ষায় যদি আপনিও ঘামের দুর্গন্ধের সমস্যায় ভুগছেন, তাহলে বেশ কয়েকটি ঘরোয়া প্রতিকার কাজে লাগিয়ে দেখতে পারেন।
ঘামের দুর্গন্ধ থেকে মুক্তি পেতে লেবু ও বেকিং সোডার একটি মিশ্রণ বানাতে পারেন। এরপর সেটি বগলের নীচে লাগাতে পারেন। তাতে ঘাম কম হয়।
অনেকে মনে করেন মুলতানি মাটি মুখে মাখা ভালো। তা ঠিক, কিন্তু শুধু মুখে লাগালেই এর উপকারিতা পাওয়া যায়, তেমনটা নয়। এটি ত্বককে ঠান্ডা রাখতে সাহায্য করে। ঘাম নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
এ ছাড়া অতিরিক্ত ঘামের সমস্যা থাকলে কর্পূর ও নারকেল তেল মিশিয়ে লাগাতে পারেন। টম্যাটোতে অ্যান্টি ব্যাক্টেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে। তা ব্যক্টেরিয়া মেরে ফেলে।
টম্যাটোর রস জলে মিশিয়ে স্নান করলে যে কারও ঘামের সমস্যা কমে যায়। উপরিল্লিখিত সব উপাদান খুব সহজেই বাড়িতে পাওয়া যায়।
এ ছাড়া কাজে লাগতে পারে এক চা চামচ নারকেল তেলের সঙ্গে তিন থেকে ৪ ফোঁটা টি ট্রি অয়েল যোগ করতে হবে। এই দুটো জিনিস ঠিক করে লাগালে যে কারও বগল থেকে ঘামের দুর্গন্ধ আর বেরোবে না।
সম্ভব হলে বর্ষাকালে দিনে দু'বার স্নান করতে হবে। তা হলে শরীর থেকে আপনা-আপনি ঘামের দুর্গন্ধ চলে যাবে। আরও ভালো করে বললে সেই অর্থে ঘাম হয় না এবং ঘামের গন্ধও হয় না।