স্ট্রেট চুলের যত্ন নিতে দামী প্রোডাক্ট নয়, ভরসা রাখুন এই ঘরোয়া উপয়ে!
credit:,Getty Images
TV9 Bangla
চুল স্ট্রেট করানো একদিকে যেমন সুন্দর ও স্মার্ট লুক দেয়, তেমনি অপরদিকে কেমিক্যাল ট্রিটমেন্টের কারণে চুল রুক্ষ, প্রাণহীন ও দুর্বল হয়ে পড়তে পারে। তাই চুল স্ট্রেট করানোর পর তার সঠিক যত্ন না নিলে খুব তাড়াতাড়ি সেই ঝলমলে লুক হারিয়ে যাবে।
অথচ পার্লারে দামি প্রোডাক্ট ব্যবহার করা সবসময় সম্ভব হয় না। আর প্রয়োজনও নেই। ঘরোয়া কিছু উপায়ে খুব সহজেই কম খরচে স্ট্রেট চুল ভাল রাখা যায়। বজায় থাকা জেল্লাও। রইল সেই সিক্রেট।
সালফেট-মুক্ত শ্যাম্পু ব্যবহার করুন - স্ট্রেটেনিংয়ের পর চুলে রাসায়নিক লেপ থাকে, যা হালকা ও কেয়ারিং শ্যাম্পু ছাড়া দ্রুত ক্ষতিগ্রস্ত হয়। তাই সালফেট ও প্যারাবেনমুক্ত মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন।
কন্ডিশনার আবশ্যক - প্রতিবার শ্যাম্পুর পর ভাল কন্ডিশনার ব্যবহার করুন। চাইলে ঘরোয়া কন্ডিশনার হিসেবে দই, কলা বা মধু মিশিয়ে ব্যবহার করতে পারেন। এতে চুলের আর্দ্রতা বজায় থাকে ও রুক্ষতা কমে।
গরম তেল ম্যাসাজ - সপ্তাহে একবার নারকেল, অলিভ বা বাদাম তেল হালকা গরম করে স্ক্যাল্পে ম্যাসাজ করুন। এটি চুলের গোড়াকে পুষ্টি দেয়, চুল মজবুত রাখে এবং স্ট্রেট লুক দীর্ঘস্থায়ী করে।
চুল শুকোতে হিট নয় - চুল ব্লো ড্রায়ার বা হেয়ার স্ট্রেইনার দিয়ে ঘন ঘন শুকোবেন না। এতে চুল আরও শুষ্ক হয়ে যাবে। তোয়ালে দিয়ে আলতোভাবে মুছে প্রাকৃতিক বাতাসে শুকোতে দিন। তাতে চুলের স্বাস্থ্য ভাল থাকে।
ঘরোয়া হেয়ার প্যাক - স্ট্রেট চুল মসৃণ রাখতে ঘরোয়া হেয়ার প্যাক ব্যবহার করুন। যেমন ২ চামচ মধু, ১ চামচ অলিভ অয়েল ও ১ চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে লাগিয়ে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
ভেজা চুল টাইট করে বাঁধবেন না। এতে চুল ভেঙে যেতে পারে এবং স্ট্রেট লাইন নষ্ট হয়ে যায়। ঢিলেভাবে খোপা বা পনিটেল করুন। সুতির তুলনায় সিল্ক বা স্যাটিন পিলো কভার ঘর্ষণ কম হয়। চুলের স্ট্রেটনেস বজায় রাখতে সাহায্য করে।