21 OCT 2024

মুহুর্তে চকচক করবে বাথরুমের টাইলস! আপনার বাড়িতেই আছে সেই জিনিসটি

credit: getty images

TV9 Bangla

বাথরুম পরিষ্কার না থাকলে খুব মুশকিল। নোংরা বাথরুমে যেতে কেবল ঘেন্যাই লাগে না, তা অস্বাস্থ্যকরও বটে। অথচ আজকাল বেশিরভাগ জায়গাতেই জলে আয়রনের আধিক্য বেশি। ফলে সহজেই হলুদ দাগ পড়ে যায় টাইলসে।  

আয়রনের হলুদ দাগের সঙ্গে দোসর শাওলার সবুজ ছোপ। যদিও এই সব দাগ তোলার জন্যে বাজারে নানা ধরনের তরল পাওয়া যায়। তবে আপনি কি জানেন রান্না ঘরে থাকা জিনিসে আরও সহজে মাত্র ১ মিনিটে ঝকঝকে করে তোলা সম্ভব বাথরুম। কী ভাবে জানেন?

প্রথমে আধ বালতি গরম জল নিয়ে নিন। তাতে আধ কাপ বেকিং সোডা ও আধ কাপ লেবুর রস মিশিয়ে নিন। এবার সেই মিশ্রণ টাইলসের উপর স্প্রে করে, টাইলস ভাল ভাবে ঘষতে থাকুন। ঘষা হয়ে গেলে ৫ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নিলেই চকচক করবে টাইলস।

ভিনিগারেও কিন্তু হতে পারে মুশকিল আসান। একটি পাত্রে আধ কাপ জল আর আধ কাপ সাদা ভিনিগার নিয়ে মিশিয়ে নিন। এবার একটি কাপড় বা স্পঞ্জ ওই মিশ্রণে ডুবিয়ে তা দিয়ে টাইলস ঘষে নিন। শেষে জল দিয়ে ধুয়ে নিলেই নতুনের মতো লাগবে টাইলস।  

ব্লিচ অনেক কাজেই ব্যবহার করা হয়। আপনি কি জানেন দাগযুক্ত বাথরুমের টাইলস পরিষ্কার করতেও ব্যবহার করা দারুণ কার্যকরী এই ব্লিচ। ৩:১ অনুপাতে জল এবং ব্লিচ মিশিয়ে করে একটি সলিউশন তৈরি করে নিন।

এবার, একটি স্প্রে বোতলে সেটি নিয়ে নিন। তারপরে বাথরুমের টাইলসে ভাল করে স্প্রে করে দিন। একটি কাপড় দিয়ে ভাল করে পরিষ্কার করুন। পুরনো টাইলস নতুন টাইলসের মতোই ঝকঝকে হয়ে উঠবে মুহূর্তের মধ্যে।

বাজার চলতি মিশ্রণের দাম অনেক। তার উপর টাইলসের জন্য সব ধরনের তরল উপযুক্ত নয়। তাতে টাইলসে চিরদিনের জন্য দাগ হয়ে যেতে পারে। এদিকে সবসময় যে বাজার চলতি তরলে ভাল করে বাথরুম পরিষ্কার হয়, এমনটা নয়।

তাই দামী তরল না কিনে, ভরসা রাখতে পারেন আপনার রান্না ঘরে থাকা সামগ্রীতেই। তাতেই দেখবেন নিমেষে চকচকে হয়ে উঠবে বাথরুম।