বাড়ির যেদিকে নজর যাচ্ছে, দেখতে পাচ্ছেন আরশোলার দৌরাত্ম? বেডরুম থেকে কিচেন, বাথরুম বাদ পড়ছে না কোনও জায়গা।
হাজার হাজার চেষ্টাতেও বাড়িতে আরশোলার উপদ্রব দূর হচ্ছে না? এবার ঘরোয়া টোটকাতেই হবে কামাল। এক ঝলকে জেনে নিন টিপস।
আরশোলামুক্ত ঘর পেতে চান? একটি পাত্রে গরম জল নিন। তাতে অল্প ভিনিগার মেশান। এই বার ওই মিশ্রণ দিয়ে ভালো করে ঘর মুছতে হবে। দেখবেন দু’দিনে বাড়ি থেকে আরশোলার বংশ হবে উধাও।
এছাড়া, এক লিটার গরম জলে ১টা লেবুর রস এবং ২ চামচ বেকিং সোডা মেশাতে পারেন। এবার ওই মিশ্রণ দিয়ে পরিষ্কার করতে পারেন ঘর। তাতেই দেখবেন বাড়িতে থাকা আরশোলারা বিদায় নেবে।
সেই কোন পুরনো সময় থেকে বোরিক অ্যাসিডের সঙ্গে সামান্য চিনি মিশিয়ে রান্নাঘর পরিষ্কারের চল রয়েছে। এই পন্থাতেও আরশোলার বংশকে ধ্বংস করা যেতে পারে।
কমবেশি সকলের বাড়ির রান্নাঘরে পাওয়া যায় শসা। তা শুধু শরীরের বাড়তি মেদ ঝরাতেই নয়, ঘর থেকে আরশোলা তাড়াতেও অব্যর্থ।
গোল গোল করে শসা কেটে ঘরের কোণায় কোণায় ফেলে রাখতে হবে। ওই গন্ধে চারিদিকে ছড়িয়ে গেলেই ঘর ছেড়ে বেরিয়ে যাবে আরশোলা।
বাজারে আরশোলা মারার ওষুধ পাওয়া যায়, সে সব ব্যবহার করে রেজাল্ট না পেলে এই সকল ঘরোয়া টোটকা কাজে লাগাতে পারেন।