03 March, 2024
ডার্ক সার্কেল সারান ম্যাজিকের মতো
credit: Pinterest
TV9 Bangla
ডার্ক সার্কেলের সমস্যা এখন ঘরে-ঘরে। চোখের তলার মোটা হয়ে যায় কালো গাঢ় দাগে। এই সমস্যা থেকে মুক্তি পেতে কী করবেন জানেন?
ডার্ক সার্কেলের সমস্যা থেকে মুক্তি পেতে ভরসা রাখতে পারেন কিছু ঘরোয়া উপায়ে। জেনে নিন তার জন্য কী করতে হবে।
এই সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য নিতে পারেন গ্রিন টিয়ের উপর। ডার্ক সার্কেলের সমস্যায় দারুণ কাজ করে গ্রিন টি।
একটি পাত্রে গরম জল নিন। তাতে গ্রিন টি ব্যাগ ডুবিয়ে রাখুন। এরপর ঠান্ডা হয়ে গেলে টি ব্যাগটি চোখের তলায় লাগিয়ে রাখুন।
৩০ মিনিট মতো অপেক্ষা করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ থেকে ৩ দিন এ ভাবে টি ব্যাগ ব্যবহার করলে কাজ হবে।
ডার্ক সার্কেলের সমস্যা মেটাতে সাহায্য নিতে পারেন কফির উপর। গরম জলে কফি গুলে নিন। এরপর তা ঠান্ডা করে চোখের তলায় লাগিয়ে রাখুন।
ডার্ক সার্কেল সার্কেলের সমস্যাকে চিরতরে বিদায় জানাতে ব্যবহার করতে পারেন আলুর রস। এতে খুব দ্রুত মেটে এই সমস্যা।
এক্ষেত্রে আলু থেকে তার নির্যাস বের করে নিন। এরপর তা চোখের তলায় লাগিয়ে নিন। কিছুক্ষণ রেখে ধুয়ে নিন।
আরও পড়ুন