29 July 2024
চুল পড়ার সমস্যায় জেরবার? ঘরোয়া এই টোটকায় ম্যাজিকের মতো মিলবে সমাধান
credit: google
TV9 Bangla
ছেলে হোক বা মেয়ে, চুল পড়ার সমস্যায় ভোগেন কম-বেশি সকলেই। তাঁর অনেক কারণ রয়েছে।
একে চারিদিকে দূষণ, তার উপরে জলের সমস্যা। একেক এক জায়গায় তো জলে এমন আয়রন থাকে যে সেই জন চুল দেওয়াই দায় হয়ে পড়ে।
স্নানঘর থেকে শোবার ঘর সর্বত্র খালি চুল, চুল আর চুল। সেই নিয়ে জেরবার জীবন। চুল পড়ার সমস্যার কারণে অবসাদে ভোগার ঘটনাও শোনা যায়।
তাই সময় থাকতে চুলের যত্ন নিন। বাজারচলতি রাসায়নিকের প্রসাধনী নয়, ভরসা রাখুন প্রাকৃতিক ঘরোইয়া টোটকায়।
মেথি, তিসির বাজ এবং কারি পাতাতেই কিন্তু হতে পারে মুশকিল আসান। কী ভাবে? রইল রেসিপি।
একটি পাত্রে জল ভরে ফুটতে বসান। তার পর সেই জলে একে একে মেথি, তিসির বীজ, কারিপাতা দিয়ে ৩০ থেকে ৪০ মিনিট ফুটিয়ে নিন।
মিশ্রণটি ঘন হয়ে শুকিয়ে এলে নামিয়ে রাখুন। ঠান্ডা হয়ে গেলে ছেঁকে নিন। এ বার সেই মিশ্রণ চুলের গোড়ায় লাগিয়ে নিন।
২০ থেকে ২৫ মিনিট অপেক্ষা করার পর শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন যদি এই পদ্ধতি মেনে চলেন তা হলে চুল পড়া বন্ধ হতে পারে।
আরও পড়ুন