টিকটিকির জ্বালায় অতিষ্ট জীবন, এই কাজ করে দেখুন তো একবার!
credit:PTI
TV9 Bangla
প্রায় প্রত্যেকের ঘরেই একটা-দুটো টিকটিকি থাকেই। বিশেষ করে গরমকাল এলেই নিজের বাসা থেকে বেরিয়ে বাথরুম, রান্নাঘর, ঘরের দেওয়াল এবং ছাদ সর্বত্র শুরু হয় তাঁদের বিচরণ।
অনেকেই টিকটিকি পছন্দ করেন না। আবার এমনও অনেকে আছেন যারা টিকটিকি দেখেই ছুট মারেন উলটো দিকে। আবার খাবারের মধ্যে যদি টিকটিকি পড়ে যায় তাহলে তা বিষাক্ত হয়ে যায়।
আসলে টিকটিকি এমন জায়গায় বাস করে যেখানে ছোটখাট পোকামাকড়ের জোগান বেশি। যাতে সহজে তাঁদের খাদ্য সংস্থান হয়। তাই টিকটিকির হাত থেকে মুক্তি চাইলে অবশ্যই মেনে চলতে হবে কিছু নিয়ম।
ঘরের কোণ পরিষ্কার রাখা, আসবাবপত্রের চারপাশে, বেসমেন্ট ঝকঝকে রাখতে হবে। এটি ছাড়া রয়েছে আরও বেশ কিছু ঘরোয়া টোটকা, যা নিমেষে আপনাকে মুক্তি দিতে পারে এই সমস্যার হাত থেকে।
রান্নায় ব্যবহৃত রসুন আপনার ঘর থেকে টিকটিকি তাড়াতে উপকারী। ঘরের কোণে রসুনের কোয়া খোসা ছাড়িয়ে রেখে দিন। আবার রসুনের রস বের করে পেঁয়াজের রসের সঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারেন। এই উগ্র গন্ধে দূরে থাকে টিকটিকি।
টিকটিকি তাড়াতে, জলে কালো গোল মরিচের গুঁড়ো মিশিয়ে একটু মিশ্রণ তৈরি করে নিন। তা একটি স্প্রে বোতলে ভরে যেখানে টিকটিকির উৎপাত বেশি সেখানে স্প্রে করুন। এতে টিকটিকির আনাগোনা কমবে।
টিকটিকি প্রতিরোধের জন্য ডিমের খোসা একটি কার্যকর প্রতিকার। ডিমের খোসাকে ভয় পায় টিকটিকি।
কয়েকটা লবঙ্গ, তেজপাতা এবং কর্পূর নিয়ে পুড়িয়ে সেই ধোঁয়া ঘরের সর্বত্র ছড়িয়ে দিন। কেবল টিকটিকি নয়, মশা, মাছি এমনকি ছোটখাট পোকামাকড় দূরে থাকে।