20  March, 2024

অবাঞ্ছিত তিল বা আঁচিল থেকে মুক্তি ৭ দিনেই

credit: Pinterest

TV9 Bangla

তিল বা আঁচিলের সমস্যা নতুন নয়। শরীরের বিভিন্ন অংশে অবাঞ্ছিত তিল বা আঁচিল দেখা যায়। এই সমস্যা থেকে মুক্তির পথ খুঁজছেন?

এ ক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে কিছু ঘরোয়া উপাদান। জেনে নিন ঘরোয়া উপায়ে কীভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবেন।

আঁচিলের সমস্যা থেকে মুক্তি দিতে পারে আলু। একটি গোটা আলুকে দু'টুকরো করে নিন। পাঁচমিনিট ধরে তিল বা আঁচিলের অংশে বারবার ঘষতে থাকুন।

যদি সরাসরি দিতে না চান, তাহলে একটি সুতির কাপড়ের মধ্যে রেখে তিলের অংশগুলি চেপে ধরুন। দিন দু'বার করতে থাকলে আস্তে আস্তে তিল বা আঁচিল মিলিয়ে যেতে থাকবে।

একইভাবে ব্যবহার করতে পারেন রসুন। কয়েক কোয়া রসুন নিয়ে একটি পেস্ট বানিয়ে নিন। একইভাবে তিল বা আঁচিলের উপর প্রয়োগ করুন।

অ্যালোভেরাও ব্যবহার করতে পারেন। জলদিয়ে গোটা মুখটি ধুয়ে নিন। এবার তিল ও আঁচিলের জায়গাটিতে তাজা অ্যালোভেরা জেল লাগান।

 সুতির কাপড় দিয়ে জায়গাটি ঢেকে রাখুন। দিনে দু'বার করে এই পদ্ধতি প্রয়োগ করতে পারেন। উপকার পাবেন।

অকাজের কলার খোসাও আপনাকে এই ব্যাপারে সাহায্য করতে পারে। আঁচিলে কলার খোসা হালকা করে ঘষুন। পড়ে যেতে পারে।