কিছুতেই যাচ্ছে না ঘাড়ে, কপালের কালো দাগ? এই উপায় মেনে দেখুন, ফল পাবেন ৩ দিনে
credit:Facebook
TV9 Bangla
ত্বকে কালো দাগ, বিশেষ করে ঘাড়, পিঠ ও কপালে স্পট বা পিগমেন্টেশন খুব সাধারণ সমস্যা। সূর্যের রশ্মি, ময়লা, হরমোনজনিত পরিবর্তন বা ত্বকের যত্নে অবহেলার কারণে এই সমস্যা হতে পারে। রইল এর থেকে মুক্তির উপায়।
লেবুর রস ও মধুর প্যাক - লেবুতে রয়েছে প্রাকৃতিক ব্লিচিং উপাদান, আর মধু ত্বককে ময়শ্চারাইজ করে। সমান পরিমাণে লেবুর রস ও মধু মিশিয়ে কালো দাগে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩-৪ দিন ব্যবহার করুন। তফাত চোখে পড়বে।
কাঁচা আলুর রস - আলুতে রয়েছে ক্যাটেকলেজ এনজাইম, যা ত্বকের দাগ হালকা করতে সাহায্য করে। কাঁচা আলু কেটে সরাসরি ঘষে নিন অথবা রস বের করে তুলো দিয়ে লাগান।
টমেটোর রস ও বেসনের প্যাক - টমেটোতে লাইকোপিন আছে যা ট্যান দূর করে এবং ত্বক উজ্জ্বল করে। ১ চামচ বেসনে ১ চামচ টমেটোর রস মিশিয়ে প্যাক তৈরি করে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
হলুদ ও দুধের মিশ্রণ - হলুদ অ্যান্টিসেপ্টিক এবং দুধ ত্বক মসৃণ করে। এই দুই উপাদান একসঙ্গে মিশিয়ে কালো দাগে লাগালে ত্বক ধীরে ধীরে পরিষ্কার হয়।
অ্যালোভেরা জেল - অ্যালোভেরা ত্বকের জন্য অত্যন্ত উপকারী। রাতে ঘুমানোর আগে ঘাড়, পিঠ বা কপালে লাগালে ত্বক ঠান্ডা থাকে এবং দাগ হালকা হয়।
মুলতানি মাটি ও গোলাপজল - মুলতানি মাটি ত্বকের অতিরিক্ত তেল শোষণ করে এবং স্পট রিমুভে সাহায্য করে। গোলাপজলের সঙ্গে মিশিয়ে মুখে বা ঘাড়ে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
নারকেল তেল ও ভিটামিন ই - নারকেল তেল ও ভিটামিন ই ক্যাপসুলের তেল মিশিয়ে প্রতিদিন রাতে ম্যাসাজ করলে কালো দাগ ধীরে ধীরে কমে যায়। তবে ত্বকে অ্যালার্জি হলে ব্যবহার বন্ধ রাখুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।