3rd June, 2025 

বিরক্তি ভুলুন, এক সপ্তাহে দূর করুন ব্রণর দাগ, রইল কয়েকটি ঘরোয়া উপায়

TV9 Bangla

Credit -  Freepik

মুখভর্তি ব্রণ কারই বা ভালো লাগে বলুন তো! এ তো সত্যিই ভালো জিনিস নয়, যে এটা হলে ভালো লাগবে। আবার তার উপর রয়েছে ব্রণর দাগ।

ব্রণর দাগ অত্যন্ত বিরক্তিকর। অনেকে ব্রণর দাগ তুলতে নানা পণ্য ব্যবহার করেন। তাতে ব্যর্থও হন। ঘরোয়া উপায় কাজে লাগিতে তুলতে পারেন ব্রণর দাগ।

ব্রণর দাগ দূর করতে নারকেল তেলে ফিটকিরি মিশিয়ে লাগাতে পারেন। এ মিশ্রণ পুরো মুখে বা যেখানে দাগ রয়েছে, সেখানে লাগাতে পারেন।

কমবেশি সকলের বাড়িতেই থাকে বেকিং সোডা। এটি ব্রণর দাগ কমাতে সাহায্য করে। ত্বকের মৃত কোষ দুর করতেও সাহায্য করে বেকিং সোডা।

অ্যালোভেরা জেলও ব্রণর দাগ কমাতে ও ত্বক সতেজ করতে কার্যকরী। এ ছাড়া লেবুর রস ও মধুর মিশ্রণ ব্রণের দাগ কমাতে সাহায্য করে। পাশাপাশি ত্বককে প্রাকৃতিক উপায়ে ময়েশ্চরাইজ করতে পারে।

ব্রণের দাগ কমাতে চন্দনের গুঁড়ো বেশ উপকারী। মুলতানি মাটি ও চন্দন গুঁড়োর মিশ্রণ পুরো মুখে অথবা যেখানে ব্রণ হয়েছে, সেই জায়গায় লাগাতে পারেন।

শসা শরীরকে সতেজ করার পাশাপাশি ত্বককেও সতেজ করে। শসার রস ব্রণের দাগ কমাতে সাহায্য করে। পাশাপাশি ত্বক ঠান্ডা করতেও কার্যকরী।

কারও ত্বক যদি সংবেদনশীল হয়, তা হলে উপরিল্লিখ যে কোনও মিশ্রণ ব্যবহার করার আগে একটি প্যাচ টেস্ট করতে পারেন। বা চিকিৎসকের পরামর্শ নিতে পারেন।