এমনিতেই ব্যস্ত জীবন। অফিস থেকে বাড়ি, বাড়ি থেকে অফিস করেই দিন শেষ। তার মধ্যে হাজারো সমস্যা। এরপর আর পার্লারে গিয়ে ত্বক পরিষ্কার করাতেও সময় হয় না।
একে তো চারিদিকে দূষণ, তার উপর স্ট্রেস। যার প্রভাব সোজাসুজি পড়ে আমাদের ত্বকের উপরে। ধীরে ধীরে হারাতে থাকে ত্বকের জেল্লা।
এদিকে পার্লারে না যাওয়ার সুযোগ নিয়ে নাকের উপরে জমা হচ্ছে ব্ল্যাকহেডসের দল। অথচ সাধারণ উপায়ে কিছুতেই পরিষ্কার হয়না জেদি ব্ল্যাকহেডস। তাহলে উপায়? রইল কিছু ঘরোয়া টোটকা।
ত্বকের পরিষ্কার করতে স্যালিসিলিক অ্যাসিড ব্যবহারের বেশ চল আছে। এই অ্যাসিডে ত্বকের উন্মুক্ত ছিদ্র বন্ধ করে দেয়। অতিরিক্ত তেল এবং ত্বকের মরা চামড়া জমা হতে পারে না। তাই ব্ল্যাকহেডস হওয়ার ঝুঁকি কমে।
আলফা হাইড্রক্সি অ্যাসিড এবং বিটা হাইড্রক্সি অ্যাসিড আছে এমন ফেসওয়াশ ব্যবহার করুন। তাতে ব্ল্যাকহেডস হওয়ার সুযোগ কম থাকে।
সপ্তাহে দু'বার স্কিন ব্রাশ করুন। ত্বকে জমে থাকা মরা কোষ উঠে যেতে সাহায্য করে। তবে ত্বক স্পর্শকাতর হলে বুঝে নিয়ে করুন।
ত্বকের অতিরিক্ত তেল এবং টক্সিন দূর করতে ক্লে মাস্কের জুড়ি মেলা ভার। তবে ক্লে মাস্ক কেনার আগে সালফার আছে কি না দেখে নিন। সালফার কিন্তু ত্বকের জন্য ক্ষতিকর।
অনেকেই বাইরে থেকে ঘুরে এসে ক্লান্ত হয়ে শুয়ে পড়েন। মেকআপ তোলেন না। এতে কিন্তু ত্বকের ক্ষতি হয়। ব্ল্যাকহেডসের অন্যতম কারণ এটি।