2 June 2024

টমেটো ত্বকে লাগানোর আগে সাবধান! হতে পারে উল্টো ফল

credit: istock

TV9 Bangla

প্রচণ্ড গরমে প্যাচপ্যাচে ঘাম আর ধুলোবালিতে ত্বকে নানা সমস্যা দেখা দেয়। ব্রণ, পিম্পলস থেকে সানবার্নের মতো কালো দাগ মুখে পড়ে যায়।

ত্বক পরিষ্কার করতে অনেকেই দই, বেসন, টমেটো মুখে লাগান। টমেটোয় থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের জন্য খুবই কার্যকরী।

মুখের বলিরেখা দূর করতে এবং ত্বক উজ্জ্বল করে তুলতে টমেটো খুবই কার্যকরী। তবে অনেক সময় টমেটো ব্যবহারের ফলে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে।

টমেটোতে হিস্টামিন থাকে, যার থেকে ফোলা, জ্বালা বা অ্যালার্জি হতে পারে। ফলে অ্যালার্জির সমস্যা থাকলে টমেটো এড়িয়ে চলুন।

টমেটো মুখে লাগালে অনেকের ফুসকুড়ি, পিম্পলস হতে পারে। তাই মুখে লাগানোর আগে প্যাচ টেস্ট করে নিন।

টমেটো চোখ ও ঠোঁটের চারপাশে লাগানো উচিত নয়। টমেটোর রস লেগে চোখ ও ঠোঁটের কাছে জ্বালাপোড়া ও ফুলে যাওয়ার সমস্যা হতে পারে।

ত্বকের পিএইচ লেভেল আগে থেকে ঠিক না থাকলে টমেটো মুখে লাগানো উচিত নয়। এতে ত্বকের ক্ষতি হতে পারে।

অনেক সময় টমেটো সরাসরি ত্বকে লাগালে বা অতিরিক্ত লাগালে ত্বক শুষ্ক-রুক্ষ হয়ে যেতে পারে। তাই টমেটো মুখে লাগানোর বিষয়ে সতর্ক থাকবেন।